Advertisement
Advertisement
Bidhannagar

আন্দোলনের নামে অর্থ তছরুপ! অভিযোগ পেয়ে অনিকেত-সহ একাধিক চিকিৎসককে তলব বিধাননগর পুলিশের

এদিন ভিডিও কনফারেন্সে জেরার মুখোমুখি হয়েছিলেন অনিকেত মাহাতো।

Bidhannagar police summoned seven doctors including Aniket Mahato
Published by: Suhrid Das
  • Posted:February 8, 2025 9:09 pm
  • Updated:February 8, 2025 9:11 pm  

বিধান নস্কর, বিধাননগর: বিধাননগর পুলিশের জেরার মুখোমুখি আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শনিবার দুপুরে পুলিশের জেরার উত্তর দিয়েছেন বলে খবর। আর জি কর কাণ্ডে রাজ্য স্বাস্থ্যভবনের সামনে ধরনা কর্মসূচি চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা।  সেখানে মঞ্চ প্রস্তুত-সহ আনুসঙ্গিক বিষয়ে অর্থ এসেছিল বিভিন্ন জায়গা থেকে। সেই ফান্ড নিয়ে  আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই তদন্তের জন্য অনিকেতকে জেরা করা হল বলে খবর।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছিল বিধাননগরের করুণাময়ীতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সামনে। মঞ্চ বেঁধে চলে আন্দোলন। বিভিন্ন জায়গা থেকে অর্থ এসেছিল বলে খবর। সেই অর্থ তছরুপ হয়েছে বলে অভিযোগ ওঠে। বিধাননগরের সাইবার ক্রাইম থানায় রাজু ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই অনিকেত মাহাতো-সহ একাধিক জুনিয়র চিকিৎসককে তলব করা হয়েছিল।

Advertisement

আজ শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে ডেকে পাঠানো হয়েছিল তাঁদের। শশরীরে না আসতে পারলে ভিডিও কনফারেন্সেও জেরা সম্ভব। এই বার্তাও দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, তলবে সাড়া দিয়ে এদিন ভিডিও কনফারেন্সে জেরার মুখোমুখি হয়েছিলেন অনিকেত। তবে অন্যরা কেউ জেরার মুখোমুখি হননি বলে খবর। তাঁদের আবার কি জেরার জন্য ডাকা হবে? সেই প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement