সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থী-সহ দু’জনের। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম পায়েল গুহ ও রাহুল মুখোপাধ্যায়। দু’জনই নেতাজিনগর-কুঁদঘাটের বাসিন্দা। পায়েল এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পুলিশ জানিয়েছে, এই দুই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না।
এবিভিপি-র বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, ধর্ষণের হুমকি কার্গিল যুদ্ধে শহিদ সেনার মেয়েকে
রবিবার রাতে রাহুলরা চার বন্ধু মিলে দুটি বাইকে এক বন্ধুর বাড়ি গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই কামালগাজিতে ইএম বাইপাসের উপর দুর্ঘটনাটি ঘটে। রাহুলের বাইকের পিছনে বসে ছিল পায়েল। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেওয়ালে ধাক্কা মারলে বা ছিটকে ব্রিজ থেকে নিচে পড়ে যায় পায়েল। গুরুতর জখম হয় রাহুল। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
রাষ্ট্রপতি ভবনে স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির পিঙ্ক-টিম