Advertisement
Advertisement

মদন তামাং হত্যা মামলায় গুরুংদের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টের

আগেই এই মামলায় বিমল গুরুং সহ ২৩ জনের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয় আদালত৷

Bimal gurung get relief of madan tamang murder case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 3:33 pm
  • Updated:December 14, 2016 3:33 pm

স্টাফ রিপোর্টার: মদন তামাং হত্যা মামলায় ফের স্বস্তি বিমল গুরুংদের৷ এই মামলায় বুধবার বিমল গুরুং সহ ২৩ জন অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টে৷ এর আগেই এই মামলায় বিমল গুরুং সহ ২৩ জনের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয় আদালত৷

২০১০ সালের ২১ মে খুন হয়েছিলেন অখিল ভারতীয় গোর্খা লিগের সভাপতি মদন তামাং৷ প্রকাশ্য রাস্তায় কুপিয়ে তাঁকে খুন করেছিল দুষ্কৃতীরা৷ ওই হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং-সহ ২৩ জন৷ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কলকাতা নগর দায়রা আদালত৷ সেই পরোয়ানার বিরুদ্ধেই অভিযুক্তরা আগাম জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে৷ বুধবার বিচারপতি অসীমকুমার রায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়৷ ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে বিমল গুরুং-সহ অভিযুক্ত ২৩ জনকে ২১ ডিসেম্বরের মধ্যে নগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে হবে৷ পাশপাশি আরও নির্দেশ তাঁরা কলকাতা পুলিশ নিয়ন্ত্রিত এলাকা ছাড়তে পারবেন না৷ ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এবং ৫ হাজার টাকার স্থানীয় বন্ডে তাঁদের জামিন নিতে হবে৷ নির্দিষ্ট দিনেই বিচার প্রক্রিয়া চালাতে হবে৷ চার মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে৷

Advertisement

প্রসঙ্গত, তামাং হত্যা মামলার তদন্তের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ এদিন কলকাতা হাইকোর্ট ১১ জানুয়ারির মধ্যে সিবিআইকে অভিযুক্তদের আইনজীবীকে নথি দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ এদিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ফেব্রূয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে৷

উল্লেখ্য, বাম সরকারের আমলে সিআইডি যে চার্জশিট জমা দিয়েছিল তা থেকে বেশ কয়েকজন অভিযুক্তের নাম বাদ যায়৷ মৃত তামাংয়ের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন৷ সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট৷ তারপর বিষয়টি যায় সুপ্রিম কোর্টে৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই হাইকোর্টে মামলাটির শুনানি হয়৷ এর আগে সিবিআইয়ের তদন্তকারী অফিসারের উপর বিরক্তি প্রকাশ করে হাইকোর্ট৷ নির্দিষ্ট প্রশ্নের উত্তর না মেলায় আদালতের ভর্ৎসনাও শুনতে হয়েছে সিবিআই অফিসারকে৷ আদালত আগের পর্যবেক্ষণে বলেছে, ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়েছে৷ দ্রুত এই মামলার শুনানি শেষ করতে হবে৷ এদিন বিচারপতি অসীমকুমার রায়ের ডিভিশন বেঞ্চ ফের সেই কথা মনে করিয়ে দিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement