Advertisement
Advertisement
Diamond Harbour

ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোট বাতিলের দাবি, হাই কোর্টে বিজেপি প্রার্থী অভিজিৎ

আদালতে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি।

BJP candidate of Diamond Harbour filed a case in Calcutta HC
Published by: Sayani Sen
  • Posted:July 18, 2024 9:02 pm
  • Updated:July 18, 2024 9:34 pm

গোবিন্দ রায়: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। বৃহস্পতিবার আদালতে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোটারদের ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রে ঢুকে বিজেপি এজেন্টদের মারধর করা হয়েছে বলেও দাবি পরাজিত বিজেপি প্রার্থীর। তাঁর আরও দাবি, যাতে কেউ ভোট দিতে না পারেন, তাই বহু জায়গায় ইভিএমে বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়। সে কারণে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার। লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রের দিকে স্বাভাবিকভাবেই সকলের বাড়তি নজর ছিল। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি কাকে প্রার্থী করে, তা নিয়ে জল্পনা কম দানা বাঁধেনি। হাজারও টানাপোড়েনের পর এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে গেরুয়া শিবির। অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী হিসাবে টিকিট দেওয়া হয়। এর আগে ২০০৯ এবং ২০১৪ সালেও ভোটে লড়েন তিনি।

Advertisement

[আরও পড়ুন: মুছলেন ‘সেনগুপ্ত’ পদবী, মনখারাপের পোস্ট! যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে ভাঙন?]

তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁত ফোটাতে পারেননি দক্ষ সংগঠক অভিজিৎ। বাংলায় সবুজ ঝড়ে পর্যুদস্ত হন। ৭ লক্ষেরও বেশি ভোটে জেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তিনি ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট পান। তাঁর দাবি, ভোটে কারচুপি হয়েছে বলেই জিতে গিয়েছেন অভিষেক। সে কারণেই ভোট বাতিল এবং পুনর্নির্বাচনের দাবি করেছেন অভিজিৎ।

উল্লেখ্য, এর আগে ভোট বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক বিজেপি প্রার্থী। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রার্থী, বসিরহাটের রেখা পাত্র এবং ঘাটালের তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও ভোটে হেরে আদালতের দ্বারস্থ হন। ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করেন তাঁরা।

[আরও পড়ুন: নন্দীগ্রাম আন্দোলনে ‘নিখোঁজ’ ৩ জনের পরিবারকে ডেথ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement