Advertisement
Advertisement

Breaking News

মনোনয়ন পেশের মেয়াদ বাড়াতে নাছোড় বিজেপি

ফের হাই কোর্টে যাচ্ছে গেরুয়া শিবির।

BJP has demanded extension of nomination
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 11, 2018 9:05 pm
  • Updated:April 11, 2018 9:05 pm

রুপায়ণ গঙ্গোপাধ্যায়: ফের রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে চাপ বাড়িয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা লড়ার জন্য প্রস্তুতি শুরু করল গেরুয়া শিবির৷ মনোনয়ন পেশ করার মেয়াদ বাড়ানোর দাবি নিশ্চিত করতে গিয়ে যদি ভোটের দিনক্ষণের পরিবর্তন ঘটাতে হয়, তাতেও বিজেপির আপত্তি থাকবে না বলে বুধবার সাফ জানিয়ে দিলেন দিলীপ ঘোষ৷

রাজ্য পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় শাসকদলের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলে রাজ্য বিজেপি সভাপতির মন্তব্য, ‘‘পুরুলিয়ার বলরামপুরে কর্মীদের আটক করে মারধর করা হয়েছে৷ আমরাও প্রতিরোধ করেছি৷ গুন্ডা দিয়ে আটকাতে না পারলেও পুলিশ আটকাচ্ছে৷’’

Advertisement

নিজেদের দাবি আদায় করতে গিয়ে ভোটের নির্ঘণ্টে পরিবর্তন আনার দাবি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, মনোনয়নের দিন বাড়ালে সেক্ষেত্রে পয়লা মে’র ভোট ৭ মে হতে পারে৷ নির্বাচনী নির্ঘণ্ট ভাঙলে অর্থনৈতিক ভাবে রাজ্যের ক্ষতি হলেও বিজেপির কিছুই যায় আসে না বলেও জানিয়ে দেন দিলীপ৷

Advertisement

এদিন সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি সভাপতি দাবি করেন, ‘‘সুপ্রিম কোর্টে আজ বিজেপি কোনও ধাক্কা খায়নি৷ থাপ্পড় খেয়েছে তৃণমূল৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন৷ নির্বাচন কমিশনারকে চাপ দিয়ে কল্যানবাবু সার্কুলার উইথড্র করিয়েছেন৷ কমিশনার তাই নতুন সার্কুলারে কল্যাণ আর তৃণমূলের নাম উল্লেখ করেছেন৷’’

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট ক্ষুব্ধ বলে এদিন দাবি করেন দিলীপ ঘোষ৷ দিলীপের দাবি, ‘‘সুপ্রিম কোর্ট আজ তৃণমূলের কোনও কথা শুনতে চায়নি৷ হাই কোর্ট নির্দেশ দেবে এটা জানিয়ে দিয়েছে৷ আজ হাই কোর্টে বিজেপির কেউ না থাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি পালিয়ে গিয়েছে৷ বিজেপি নেতাদের দাবি, এটা মিথ্যা প্রচার৷ হাই কোর্টের নোটিস আজ বিকেলে এসেছে৷ তাই বিজেপি কালই হাই কোর্টে যাবে৷ আজ সকালে হাই কোর্টে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷’’ তাঁর আরও অভিযোগ, বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে তৃণমূল। বলেন,  ‘‘হেরে যাওয়ার ভয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল৷’’

এদিন, কলকাতা হাই কোর্টে বিজেপির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি যে সুপ্রিম কোর্টে আবেদন করেছে, সেই তথ্য হাই কোর্টের কাছে লুকিয়েছে বিরোধী দল। এর জবাবে দিলীপ বলেন, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তথ্য লুকানোর কথা মিথ্যা৷’’ উলটে বিজেপি রাজ্য সভাপতির দাবি, নির্বাচন কমিশনারকেও ভুল তথ্য দিচ্ছেন কল্যাণ৷ অবাধ নির্বাচন ও নিশ্চিন্তে ভোটগ্রহণের জন্যই হাই কোর্ট-সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে বলেও দাবি করেন বিরোধী নেতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ