Advertisement
Advertisement
Abhishek Banerjee

সুকান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, মঙ্গলবার অভিষেকের পাড়ায় যাচ্ছে বিজেপি!

এনিয়ে বিজেপির তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

BJP may arrange rally in Abhishek Banerjee's locality | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 20, 2023 8:04 pm
  • Updated:February 20, 2023 8:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য খবর। যগুবাবু বাজার এলাকায় মিছিল করবে বঙ্গ বিজেপি। এমনকী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি ঘেরাও করা হতে পারে বলেও খবর। যদিও এনিয়ে বিজেপির তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

‘রাজবংশী মেরে, রাজবংশী প্রেম’ স্লোগান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছিল। গত ডিসেম্বরে কোচবিহারে বিএসএফের গুলিতে প্রাণ গিয়েছে রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের। তাঁর দেহে ১৮০টি গুলি মিলেছিল বলে খবর। এই নৃশসংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রী বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোধ্যায়। এর পালটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ার দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ব্যাংক কর্মীর বাড়িতে CBI হানা, সিল হল ফ্ল্যাট]

সূত্রের খবর, সোমবার সন্ধেয় বিজেপি কর্মীদের দলের তরফে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার বিজেপি কর্মী-সমর্থকদের দলের সদরদপ্তর মুরলীধর সেন লেনে জমায়েতের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যগুবাজার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির কাছে মিছিল করা হবে। যদিও এ প্রসঙ্গে দলের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

Advertisement

সুকান্ত মজুমদারে হুঁশিয়ারের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, “বিজেপির মুখে এধরনের ব্যক্তি আক্রমণের কথা মানায় না। ওরা তো বলে-বলে, তৃণমূল নেতার বাড়িতে সিবিআই-ইডি পাঠাচ্ছে।” বিজেপিকে তাঁর হুঁশিয়ারি, “ভুলেও যদি বাড়াবাড়ি করতে যান, স্বাস্থ্যসাথী কার্ডটা সঙ্গে রাখবেন, আমরাই বিনামূল্য চিকিৎসাটা করিয়ে দেব।”

[আরও পড়ুন: অপারেশন থিয়েটারেই চিকিৎসকদের হাতাহাতি! বেনজির বিশৃঙ্খলা আর জি কর হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ