Advertisement
Advertisement

Breaking News

Firhad Hakim

এলাকার সমস্যা নিয়ে পুরসভায় মেয়রের দ্বারস্থ বিজেপি বিধায়ক, ফিরহাদের প্রশংসায় পঞ্চমুখ

'এলাকার উন্নয়নে উনি রাজনীতি দেখেন না', ফিরহাদকে নিয়ে বললেন বিজেপি বিধায়ক।

BJP MLA of Goghat meets Firhad Hakim at KMC and praises mayor
Published by: Sucheta Sengupta
  • Posted:December 13, 2024 6:35 pm
  • Updated:December 13, 2024 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভায় আচমকা আবির্ভাব বিজেপি বিধায়কের! শুক্রবার দুপুরে তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। অনেকের মনেই প্রশ্ন, তবে কি দলবদলের জন্য আগেভাগে রাজ্যের মন্ত্রী তথা মেয়রের সঙ্গে দেখা করতে এলেন গোঘাটের বিশ্বনাথ কারক? কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। জানা গেল, নিজের এলাকার সমস্যা নিয়ে তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দেখা করতে এসেছেন বিজেপি বিধায়ক। কথাবার্তা বলার পর সমাধানের আশ্বাস পেয়ে ফিরহাদ হাকিমের প্রশংসায় কার্যত পঞ্চমুখ হলেন বিধায়ক বিশ্বনাথ কারক।

বাম জমানায় হুগলির বিশ্বনাথ কারক ছিলেন সিপিএমের বিধায়ক। পরে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন বিশ্বনাথবাবু। তাঁর এলাকায় পথঘাট সংক্রান্ত সমস্যা রয়েছে। সেসব সমাধানের জন্য শুক্রবার সটান কলকাতা পুরসভায় হাজির হন বিশ্বনাথ কারক। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে তাঁর ঘরে যান। তখনই গুঞ্জন শুরু হয়, তবে কি গেরুয়া ছেড়ে এবার ঘাসফুল শিবিরে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন গোঘাটের বিধায়ক? ঘণ্টা খানেক ধরে দুজনের মধ্যে কথা হয় বলে খবর।

Advertisement

পুরসভা থেকে বেরিয়ে বিশ্বনাথ কারক বলেন, ”আমার এলাকায় কোনও সমস্যা হলে মেয়র সেখানে যান, সেকথা অস্বীকার করব না। এলাকার উন্নয়নে উনি রাজনীতি দেখেন না। দীর্ঘদিনের বিধায়ক উনি। আমিও অনেকদিন ধরে বিধায়ক। আগে বামেদের বিধায়ক ছিলাম, এখন বিজেপিতে। নিজের এলাকার পুরসভার সমস্যা নিয়ে বলতে এলাম। কোনও রাজনীতি নেই এর মধ্যে। দেখা করা মানেই দলবদলের ইঙ্গিত, এমনটা নয়।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement