ফাইল ছবি
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফের উত্তাল বিধানসভা। বুধবার রাজ্যের চা-বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনে ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। তা নিয়ে আলোচনার সুযোগ না মেলায় বুধবার উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। স্লোগান তুলে ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা। এরপরই বিধানসভার গেটে বসে পড়েন তাঁরা। চলছে বিক্ষোভ।
সম্প্রতি রাজ্যের তরফে চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনের আওতায় আনার কথা বলা হয়েছে। তা নিয়ে নানা মহলে নানামত। বুধবার রাজ্যের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। তবে এই সংক্রান্ত আলোচনা হয়নি। এরপরই স্লোগান তুলে ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে প্ল্য়াকার্ড হাতে বিধানসভার গেটে বসে পড়েন তাঁরা। উত্তাল হয়ে ওঠে গোটা চত্বর। বিক্ষোভে শামিল হয়েছে শংকর ঘোষ, বিশাল লাহা-সহ অন্যান্যরা।
উল্লেখ্য, চা শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আগামী ২৩ তারিখ কালচিনিতে সভা করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওই সভায় থাকতে পারেন বিমল গুরুং। এদিকে বুধবারই সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হয় এবিভিপি। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামে পুলিশ। চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.