Advertisement
Advertisement
Samik Bhattacharya

শমীকের হাতে ব্যাটন উঠতেই শুরু ‘পদের দৌড়’, চলতি মাসেই বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদল?

পুরনো অনেকেই এবার বঙ্গ বিজেপির কমিটিতে ফিরে আসতে পারেন বলেই মনে করা হচ্ছে।

BJP state president Samik Bhattacharya to form a committee
Published by: Sayani Sen
  • Posted:July 4, 2025 3:15 pm
  • Updated:July 4, 2025 4:24 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সভাপতি হিসাবে সদ্য বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। জানা গিয়েছে, নতুন সভাপতি চলতি মাসের মধ্যেই টিম সাজিয়ে নেবে। কমিটিতে থাকতে শুরু হয়েছে ছোটাছুটি। তার ফলে খুব শীঘ্রই বঙ্গ বিজেপিতে হতে পারে রদবদল।

Advertisement

একে তো গোষ্ঠীকোন্দল আবার তার উপর দক্ষ সংগঠকের অভাব। তার ফলে গত নির্বাচনগুলিতে বাংলায় মোটেও ভালো ফল করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তা এখন পাখির চোখ বঙ্গ বিজেপির। সভাপতি পদে শমীকের দায়িত্ব নেওয়ার পর প্রথম ভোট। গতবারের নির্বাচনের তুলনায় আসন্ন ভোটে ফল ভালো করাই লক্ষ্য তাঁর। সে কারণে কমিটি সাজানোয় বিশেষ নজর নয়া ‘ক্যাপ্টেনে’র। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী, রাজ্য সভাপতি তাঁর টিম সাজাবেন। সভাপতির পর বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক। তাই সাধারণ সম্পাদক পদে বদল আসতে পারে। বিভিন্ন মোর্চা সভাপতি পদেও বদল হতে পারে।

জানা গিয়েছে, শমীক তাঁর কাজের সুবিধার জন্য ফিরিয়ে নিয়ে আসতে পারেন বেশ কয়েকজন পুরনো নেতাকে। শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) চার দশকের বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তাই পুরনো অনেকেই এবার বঙ্গ বিজেপির কমিটিতে ফিরে আসতে পারেন বলেই মনে করা হচ্ছে। কারণ, পুরনোরা যে ব্রাত্য নয়, তা সভাপতি পদে অভিষেক মঞ্চে স্পষ্ট জানিয়েছেন শমীক। তিনি একথা বলামাত্র অনুষ্ঠানস্থল হাততালিতে ফেটে পড়ে। নেতা-কর্মীদের বার্তা দিয়ে একই সঙ্গে তিনি আরও বলেন, “এখন যার হাতে পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। আপনি পাড়ায় প্রাসঙ্গিক কি না, মানুষ আপনাকে চেনে কি না, মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কি না, সেটাই বড় প্রশ্ন।” সুতরাং, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব যে ভয়ংকর আকার নিয়েছে আর সেই ভেদাভেদ সরাতে যে প্রাণপণ চেষ্টায় নেতারা, তা শমীকের বার্তাতেই স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement