Advertisement
Advertisement
Suvendu Adhikari

জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! শুভেন্দুর বিরুদ্ধে প্রিভিলেজ মোশনে তদন্তের নির্দেশ, ওয়াকআউট বিজেপির

অনুব্রতের কুকথায় বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ।

BJP walks out after order to investigate privilege motion against Suvendu Adhikari
Published by: Subhankar Patra
  • Posted:June 11, 2025 12:58 pm
  • Updated:June 11, 2025 3:14 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ফের উত্তপ্ত বিধানসভা। বুধবার জোড়া ইস্যুতে তেতে উঠল সদন চত্বর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিসের প্রেক্ষিতে তদন্তের নির্দেশের প্রতিবাদ বিজেপির। সঙ্গে অনুব্রতের কুকথা ইস্যুতে স্পিকারের মুলতবি প্রস্তাব খারিজ। এই দুই ইস্যুতে ১২.১০টা নাগাদ ওয়াকআউট বিজেপি বিধায়কদের।

এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রিভিলেজ কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, চলতি অধিবেশনেই সেই রিপোর্ট জমা পড়বে। অন্যদিকে, এসআরডির চেয়ারম্যান বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলে কু-কথার ইস্যুকে কেন্দ্র করে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। এই জোড়া ইস্যুতে তপ্ত হয়ে ওঠে বিধানসভা। শঙ্কর ঘোষের নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা।

বিধানসভার বাইরে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “স্পিকার সাহেব একই দিনে দুই রকম কথা বলছে। বিধানসভার বাইরে প্রধানমন্ত্রীকে তৃণমূল বিধায়করা আক্রমণ করলে স্পিকার জানান, বাইরে কে কী বলছেন তার আলোচনা ভিতরে হবে না। এদিকে বিধানসভার বাইরে বলা কথায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে।

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানি, তার পরবর্তী সময়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের ডেরা ভেঙে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে সেনাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। তাঁর সেই বক্তব্য নিয়ে শুভেন্দু বিভ্রান্তি ছড়িয়েছেন বলে অভিযোগ। 

বিধানসভা থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলে বসেন, “পাকিস্তানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। শাহবাজ শরিফও পাকিস্তানের এত প্রশংসা করেন না। পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গিয়েছেন। আপনি নরেন্দ্র মোদি, অমিত শাহকে ছোট করছেন।” তাঁর এহেন বিবৃতির পরই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন। আজ, বুধবার তদন্তের নির্দেশ দিলেন স্পিকার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement