Advertisement
Advertisement

Breaking News

রথযাত্রা নিয়ে রাজ্য-বিজেপি সংঘাত তুঙ্গে, বিতর্কের জল গড়াতে পারে হাই কোর্টেও

প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিজেপির৷

BJP will go for High Court
Published by: Kumaresh Halder
  • Posted:November 12, 2018 5:36 pm
  • Updated:November 12, 2018 5:37 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়:  রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাত বাড়িয়ে ফের রাজনীতির ময়দান কাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি৷ বছর শেষে বিজেপির রথযাত্রায় অনুমতি সংক্রান্ত ধোঁয়াশা দেখা দেওয়ায় এবার হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷ বিজেপির অভিযোগ, রাজ্য প্রশাসনের তরফে রথযাত্রার অনুমতি চাওয়া হলেও তা এখনও পাওয়া যায়নি৷ মুখ্যসচিবকে চিঠি দিয়েও মেলেনি জবাব৷ বঙ্গ বিজেপি নেতৃত্বের আশঙ্কা, রাজনৈতিক কারণে রথযাত্রার অনুমতি দিতে নাও পারে প্রশাসন৷ কর্মসূচি বানচাল যাতে না হয় তাই আগেই  কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত বঙ্গ বিজেপির৷ রথযাত্রার অনুমতি নিতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাওয়া হবে বলেও সাফ জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু৷

[শোয়ার ঘরের দরজা খুলতেই চোখ কপালে উঠল স্বামীর, এ কী করলেন স্ত্রী!]

বিজেপির অভিযোগ, রথযাত্রার অনুমতি চেয়ে গত সপ্তাহে রাজ্যের মুখ্যসচিবের কাছে আবেদন করে বিজেপি৷ আবেদনে রথযাত্রার রুটম্যাপ-সহ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার আবেদনও জানানো হয়৷ কিন্তু, পুজোর ছুটি চলার কারণে অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি৷ বিজেপির অভিযোগ, বারবার অনুমতি চেয়ে আবেদন করা হলেও রাজ্যের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷তাতেই চিন্তিত বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ অনুমতি ঘিরে ধোঁয়াশা তৈরি হওয়ায় পালটা কৌশল নেওয়ার সিদ্ধান্ত নেন নেতারা৷ রথযাত্রার অনুমতি দেওয়া না হলেও বিজেপির তরফে আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির৷ এই প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘রাজ্য প্রশাসন অনুমতি না দিলে আমরা আদালতে যাব৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব৷’’

Advertisement

[স্কুল অফ ট্রপিক্যালে আগুন, ব্যাহত পরিষেবা]

Advertisement

জানা গিয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে রথযাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি৷ তারাপীঠ, কোচবিহার ও সাগর থেকে শুরু হবে রথযাত্রা৷ উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ বিজেপি সূত্রে খবর, ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে এই কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এরপর ৭ ডিসেম্বর কোচবিহার ও ৯ ডিসেম্বর সাগর থেকে রথযাত্রার সূচনা করবেন তিনি৷ এরপরই আগামী বছর ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেডে বড় জনসভার কর্মসূচি রয়েছে বিজেপির৷ যদিও প্রথমে ঠিক হয়েছিল ২৩ জানুয়ারি ব্রিগেডে বিজেপির সভা হবে৷ পরে সভা এগিয়ে ৯ জানুয়ারি করার কথা ভাবা হয়। কিন্তু নরেন্দ্র মোদির ব্যস্ততার কথা মাথায় রেখে আরও একবার  সূচি পরিবর্তন করা হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ