Advertisement
Advertisement

বিজেপির বনধকে বেআইনি ঘোষণার দাবি, হাই কোর্টে তৃণমূল সাংসদের জনস্বার্থ মামলা

বনধ রুখতে কড়া নির্দেশ রাজ্য সরকারের৷

BJP's Bandh in state is illegal, TMC files case in High court
Published by: Kumaresh Halder
  • Posted:September 24, 2018 1:41 pm
  • Updated:September 24, 2018 1:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামপুর কাণ্ডে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধকে বেআইনি ঘোষণার দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা৷ আজ, উচ্চ আদালতে তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি মামলা দায়ের করেন৷ মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা৷ অন্যদিকে, দাঁড়িভিটে পৌঁছে গিয়েছে মন্দাক্রান্তা সেন-সহ বাম বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল৷ দেখা করার কথা মৃতের পরিবারের সঙ্গে৷

[অগ্নিনির্বাপণ যন্ত্র কেনায় এখনও অনীহা শহরে, সুরক্ষা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের]

আদালত সূত্রে খবর, যেহেতু দেশের শীর্ষ আদালত ও হাই কোর্ট বনধকে বেআইনি বলে আগেই ঘোষণা করেছে, ফলে বিজেপির ডাকা এই বনধকেও ‘কালো তালিকাভুক্ত’ করার দাবি জানান সাংসদ৷ যদিও, বনধ রুখতে রাজ্য সরকারের তরফে একগুচ্ছে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ বনধের দিনে কাজে না আসা কর্মীদের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ দেওয়ার বিষয়েও বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ পুলিশের তরফেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ বনধের দিনে বাংলার সচল রাখতে শাসকদল তৃণমূলের তরফেও পথে নামা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ ইউরোপ সফরে গিয়ে বনধের বিরোধী বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসন ও দলীয় স্তরে বনধ বিরোধী অবস্থান স্পষ্ট হওয়ার পর তৃণমূলের তরফে এবার আইনি পথে লড়াইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর৷ আদালত সূত্রে খবর, আজ, সোমবার কলকাতা হাই কোর্টে বনধ রুখতে মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ৷

Advertisement

[পুঁতির মালা বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ, প্রেমের ফাঁদে গ্রেপ্তার প্রতারক]

Advertisement

অন্যদিকে আজ, ইসলামপুরের দাঁড়িভিটে দাঁড়িয়ে পুলিশকে গাছে বেঁধে পেটানোর নিদান দিয়ে গ্রেপ্তার বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি শংকর চক্রবর্তীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ রাখা হয়েছে আইসিইউয়ে৷ শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে সোমবার রাত থেকেই হাসপাতালে ভরতি অভিযুক্ত বিজেপি নেতা৷ পুলিশ সূত্রে খবর, আজ সন্ধ্যায় অভিযুক্তকে আদালতে তুলবে পুলিশ৷ ধৃতকে জেরা করতে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে পুলিশ৷

[শহরে ফের হৃদযন্ত্র প্রতিস্থাপনের নজির, বাইশের হৃদয় বসল ৫৫-এর বুকে]

ইসলামপুরের দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে আজ দাঁড়িভিটে যাচ্ছেন লেখিকা মন্দাক্রান্তা সেন-সহ বাম বুদ্ধিজীবীর মহলের একটি দল৷ মৃত দুই ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করবেন তাঁরা৷ কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে৷ পুলিশ-জনতার সংঘর্ষে গুলিতে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে একটি কবিতাও লিখেছেন মন্দাক্রান্তা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ