Advertisement
Advertisement

Breaking News

রথযাত্রার অনুমতি না মিললে রাজ্যজুড়ে চলবে আইন অমান্য, হুঁশিয়ারি দিলীপের

মঙ্গলবারই হবে রথযাত্রা মামলার শুনানি।

BJP's Dilip Ghosh on Rath Yatra
Published by: Sulaya Singha
  • Posted:December 17, 2018 12:50 pm
  • Updated:December 17, 2018 12:50 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপিকে রথযাত্রা কর্মসূচি করার অনুমতি দেয়নি রাজ্য৷ প্রশাসনের এই নির্দেশের বিরোধিতা করে আবারও হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। যদিও জরুরি শুনানির আবেদন খারিজ হয়ে যায়। তবে বিচারপতি তপোব্রত চক্রবর্তী মামলার অনুমতি দেন। মঙ্গলবারই হবে মামলার শুনানি। এ রাজ্যে আগামী ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর রথযাত্রার কর্মসূচি রয়েছে বিজেপির। তাই দ্রুত মামলার শুনানি হলে তবেই নির্ধারিত দিনে রথযাত্রা করা সম্ভব হবে। তবে রথযাত্রার অনুমতি পেতে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজ্যজুড়ে চলবে আইন অমান্য। সেকথাও জানিয়ে দিয়েছে বিজেপি। সোমবার আরামবাগ থেকে আইন অমান্য শুরু করছে বিজেপি। সেখানে থাকবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

[আজ অন্ধ্রে আছড়ে পড়বে ‘ফেতাই’, আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে]

রাজ্য রথযাত্রার অনুমতি দেয়নি। তাই আইন অমান্য কর্মসূচি নিয়ে প্রশাসনকে চাপে রাখার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। রথযাত্রা নিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, “আজ হাই কোর্টে মামলা হয়েছে। কাল শুনানি। কোর্টের উপর আস্থা রাখছি। আমাদের উদ্দেশ্য রাজ্যের গণতন্ত্রের চেহারাটা মানুষের কাছে তুলে ধরা। তাই আমরা সভা করে সেটাই বলছি। যেখানে অনুমতি পাচ্ছি সভা করছি। যেখানে অনুমতি মিলছে না সেখানে আইন অমান্য করে সভা হবে।” তাঁর আরও বক্তব্য, আদালতের রায়কে অমান্য করে কিছু করা হবে না। বলেন, “আশা করি আদালত রথযাত্রা নিয়ে দ্রুত রায় জানাবে। আমরা যাত্রা শুরু করতে পারব। রথযাত্রা নিয়ে আদালতের রায়ের উপরই এখন ভরসা রাখা ছাড়া যে বিজেপির কোনও উপায় নেই, তা দিলীপ ঘোষের বক্তব্যেই স্পষ্ট। রথযাত্রা নিয়ে সময় যে আরও কমছে তা অবশ্য স্বীকার করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

Advertisement

রথযাত্রা ইস্যুতে সরকার ও শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সোমবার কলকাতায় দলীয় কর্মসূচিতে এসে রাজ্য বিজেপি দপ্তরে তিনি বলেন, ‘‘রথযাত্রা নিয়ে পশ্চিমবঙ্গে যা চলছে তা থেকে বোঝা যায় রাজ্যে গণতন্ত্র নেই। সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গের এই চেহারা দেখতে পাচ্ছে।’’

Advertisement

[রাতের অন্ধকারে স্বাস্থ্যকেন্দ্রে মল ছেটানোর অভিযোগ, উদ্বিগ্ন প্রশাসন]

এদিকে আগামিকাল, মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক বঙ্গ বিজেপি নেতাদের। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল কী হবে তা ঠিক হবে ওই বৈঠকে। রথযাত্রার পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। বাংলায় আগামিদিনে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে আগামিকালের দিল্লির বৈঠকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ