Advertisement
Advertisement
Kasba

শহরে ফের আত্মহত্যা! কসবার ফ্ল্যাটে উদ্ধার বৃদ্ধ-বৃদ্ধা ও ছেলের দেহ

ঘটনাস্থলে কসবা থানার পুলিশ।

Bodies of parents and child found in Kasba

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 17, 2025 7:56 pm
  • Updated:June 17, 2025 9:20 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ফের শহরে আত্মহত্যা! ঘর থেকে উদ্ধার একই পরিবারে তিনজনের দেহ। কসবায় ফ্ল্যাট থেকে উদ্ধার মা-বাবা ও ছেলের ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে পৌঁছিয়েছে কসবা থানার পুলিশ। খুন না কি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান, আত্মহত্যা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

মৃতদের নাম সরজিৎ ভট্টাচার্য (৭০), গার্গী ভট্টাচার্য (৬৮) ও আয়ুষ্মান ভট্টাচার্য (৩৮)। বাবা মায়ের সঙ্গেই কসবা রাজডাঙা গোলপার্কের ফ্ল্যাটে থাকতেন আয়ুষ্মান। মঙ্গলবার সকাল থেকে ফ্ল্যাটের দরজা খুলছিল না ওই পরিবার। দীর্ঘ সময় ওই ফ্ল্যাট থেকে কোনও শব্দ পাননি প্রতিবেশীরা। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করে কোনও শব্দ না পেয়ে প্রতিবেশীরা খবর দেন আত্মীয়দের। ডাকা হয় কসবা থানার পুলিশকে। কসবা থানার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন।

দরজা খুলতেই ঘর থেকে বৃদ্ধ-দম্পতি ও তাঁদের ছেলের দেহ উদ্ধার হয়। ডাইনিং হলে সিংলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বৃদ্ধ সরজিৎ ভট্টাচার্যকে। পাশেই ঘরেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গার্গী ভট্টাচার্য, আয়ুষ্মান ভট্টাচার্যকে। খুন না কি আত্মহত্যা নিয়ে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদি তাঁরা আত্মহত্যা করে থাকেন তাহলে কেন? পরিবার কোনও আথির্ক সমস্যায় ভুগছিলেন কি না তা দেখা হচ্ছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। প্রাথমিক রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement