Advertisement
Advertisement

প্রতিশোধ মহিলার গাড়ির কাচ ভাঙল ক্যাব চালক, আক্রান্ত শিশুও

গ্রেপ্তার অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক।

Cabby assaults woman in Kolkata
Published by: Monishankar Choudhury
  • Posted:February 23, 2019 4:16 pm
  • Updated:February 23, 2019 4:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে অ্যাপ ক্যাব চালকের দাদাগিরির শিকার হলেন মহিলা এবং তাঁর সাত বছরের সন্তান। অভিযোগ, আক্রান্ত মহিলার গাড়ির জানলার কাচ ভেঙে দিয়েছেন ওই অ্যাপ ক্যাব চালক। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে বেনিয়াপুকুর থানায়। বাঁশদ্রোণি থেকে অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক শুভজিৎ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

[‘ভারত যুদ্ধে গেলে চুপ থাকব না’, পাক হ্যাকারদের নিশানায় কলেজের ওয়েবসাইট]

Advertisement

ঘটনার শুরু শুক্রবার। ছেলেকে স্কুল থেকে নিয়ে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। আক্রান্ত মহিলা জানিয়েছেন, “গাড়ি করে ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম। হঠাৎ একটি অ্যাপ ক্যাবের সঙ্গে আমার গাড়িটির সামান্য ঘষা লাগে। এরপরেই খেপে ওঠে ওই ক্যাব চালক। উত্তেজিত হয়ে নিজের মোবাইল ছুড়ে মারে আমার গাড়ির দিকে।” মোবাইলের আঘাতে মহিলার গাড়ির জানলার কাচ ভেঙে যায়। কাচের টুকরো ঢুকে যায় খুদে পড়ুয়ার হাতে। আতঙ্কে চিৎকার করে ওঠেন ওই মহিলা। স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে উদ্ধার করেন। মহিলার দাবি, একপ্রকার হুমকি দিয়ে ওই ক্যাব চালক বলে, “আপনার যা ইচ্ছা করে নিন৷ আমি যা করেছি বেশ করেছি।”

Advertisement

এরপরেই বেনিয়াপুকুর থানায় ওই অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছে তাঁর সাত বছরের সন্তান। স্থানীয় বাসিন্দারা বাঁচাতে না এলে কী হত ভেবে সন্ত্রস্ত ওই মহিলা। শহরে অ্যাপ ক্যাবের তাণ্ডব নতুন কোনও ঘটনা নয়৷ প্রায়শই এই সমস্যার মুখে পড়তে হয় সাধারণ নাগরিকদের৷ বিশেষ করে, অ্যাপ ক্যাবে মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনা মঝেমধ্যেই খবরে উঠে আসে।

[মাধ্যমিক থেকে শিক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে কড়া সংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ