রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা বিমানবন্দরকে ঢেলে সাজানোর তৎপরতা শুরু করছে কেন্দ্র৷ বন্দর সম্প্রসারিত করে উড়ানের সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে৷ পাশাপাশি শিল্প-বাণিজ্যে গুরুত্ব বাড়াতে কলকাতা বিমানবন্দরে আরও উন্নত করা হবে৷ এই কাজে কলকাতা বিমানবন্দরকে জমি দিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রক সাহায্য করবে বলে রবিবার জানালেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু৷
[দলের অবস্থান নিয়ে ফেসবুক লাইভের আগেই হ্যাক অ্যাকাউন্ট, ক্ষুব্ধ সোমেন মিত্র]
এদিন বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘‘রাজ্যে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং শিল্প করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এর ফলে রাজ্যে বিনিয়োগ হবে। কর্মসংস্থান বাড়বে। বেকার যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি হোক। এ রাজ্যে বিনিয়োগ আসুক আমরা চাই।’’ কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ ছিল। তা খারাপ হয়েছে। শিল্পবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কেন্দ্রীয় সরকার বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। মোদি সরকারের খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে এদিন দাবি করেন সুরেশ প্রভু। প্রভুর দাবি, কৃষকদের আত্মহত্যার ঘটনা পুরনো বিষয়। তখন এই ধরনের প্যাকেজ ঘোষণা হয়নি। মোদি সরকার কৃষকদের স্বার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে। তাঁর দাবি, বিশ্বে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে৷ রাজ্য পার্টি ইউনিটও যথেষ্ট শক্তিশালী৷’’
[অবসরপ্রাপ্ত পুলিশ কুকুরদের দত্তক নিতে আবেদন লালবাজারের ফেসবুক পেজে]
রাজ্যের শিল্পের নীতি নিয়ে রাজ্য সরকারের প্রশংসা করে শীঘ্রই মোদি সরকার নতুন শিল্পনীতি আনছে বলে শনিবার মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু৷ কলকাতা কয়েকটি বণিকসভা ও শিল্প সংগঠনের সভায় বক্তব্য রাখেন৷ সুরেশ প্রভু পশ্চিমবঙ্গ নিয়ে ঢালাও প্রশংসা করেন৷ মঞ্চে দাঁড়িয়ে সুরেশ প্রভু জানান, নতুন শিল্পনীতি নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের পাশাপাশি সাংসদদের সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে৷ এই মাসের শেষের দিকেই দেশের নতুন শিল্পনীতি এসে যেতে পারে৷ তিনি দেশের বাণিজ্যকে বাড়াতে সরাসরি জেলাস্তর থেকে বাণিজ্য করার প্রস্তাব দিয়েছেন৷ শনিবার কেন্দ্রীয় শিল্পনীতি ঘোষণার আশ্বাস দেওয়ার পর আজ রবিবার কলকাতা বিমানবন্দরকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের শিল্পমহলকে উৎসাহ জুগিয়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী৷