Advertisement
Advertisement
Jyotipriya Mallick

জ্যোতিপ্রিয়র দ্বিতীয়বার স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ, ডেডলাইন বাঁধল হাই কোর্ট

প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষার সময় ইডির আধিকারিক এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ উপস্থিত থাকতে পারবেন।

Calcutta HC directs to health check up of Jyotipriya Mallick

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:September 5, 2024 5:22 am
  • Updated:September 5, 2024 5:22 am

গোবিন্দ রায়: রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আবেদন মেনে কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানোর অনুমতি দিল আদালত। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, ৭ দিনের মধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ইডিকে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যপরীক্ষার সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে। আগামী ১২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

রেশন দুর্নীতি মামলায় ইডির হাত থেকে জামিন পেতে হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। হাই কোর্ট জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য রিপোর্ট তলব করে। মঙ্গলবার তাঁর আইনজীবী ওই রিপোর্ট জমা দেন। তবে সেই রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইডি। নতুন করে আবার জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে চায় বলে আদালতে জানায় তারা। বিচারপতি ঘোষ, ইডির কাছ থেকে বিকল্প হাসপাতালের নাম চায়। বুধবার ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে সেই বিকল্প হাসপাতালের কথা জানান। একই সঙ্গে ২০২০ সাল এবং গত এপ্রিল মাসের জ্যোতিপ্রিয়র ব্লাড সুগারের রিপোর্ট জমা দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলাকে অশান্ত করতে চায় অপশক্তি’, দলীয় কর্মীদের সতর্ক করলেন কুণাল]

সেই রিপোর্ট দেখিয়ে ইডির আইনজীবীর সওয়াল, ২০২০ সালে জ্যোতিপ্রিয়র রক্তের শর্করার গড় মাত্রা এখনকার তুলনায় অনেকটাই বেশি ছিল। এমনকি গত এপ্রিল মাসের রিপোর্টের থেকেও এখন রক্তে শর্করার মাত্রা কম। বেশি সুগার নিয়ে তিনি মন্ত্রিত্ব সামলেছিলেন। এখন সেই তুলনায় অনেক কম সুগার। এখন বলা হচ্ছে শরীর খারাপ। এ ছাড়াও কিডনির যে পরীক্ষা করা হয়েছিল, তাতে দেখা গিয়েছে মাত্র এক শতাংশ খারাপ হয়েছে। এটা জামিন পাওয়ার দোহাই ছাড়া কিছু নয়।

তবে এদিন জ্যোতিপ্রিয় আইনজীবী ইডি তার পছন্দের হাসপাতালে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্যপরীক্ষা করাতে চেয়ে যে আবেদন করেছিল, তার বিরোধিতা করেন। তাঁর যুক্তি, ‘‘ইডি আমার মক্কেলকে নিজেদের হেফাজতে নিয়ে পছন্দের হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষা করাবে। সে ক্ষেত্রে মেডিক্যাল রিপোর্ট প্রভাবিত করার সম্ভাবনা থাকছে।’’ তার পরই আদালত জানায়, কমান্ড হাসপাতালেই হবে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্যপরীক্ষা। তবে তাঁর স্বাস্থ্যপরীক্ষার সময় ইডির আধিকারিক এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ উপস্থিত থাকতে পারবেন।

[আরও পড়ুন: আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভের মুখে ঋতুপর্ণা, শ্যামবাজারে তুমুল উত্তেজনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement