Advertisement
Advertisement

Breaking News

নতুন বছরের আগে হচ্ছে না রথযাত্রা! হাই কোর্টের রায়ে ব্যাকফুটে বিজেপি

সিঙ্গল বেঞ্চেই ফিরল রথযাত্রা মামলা৷

Calcutta HC stays BJP Rath Yatra
Published by: Tanujit Das
  • Posted:December 21, 2018 4:33 pm
  • Updated:December 21, 2018 8:58 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শুক্রবারও মিলল না সমাধান সূত্র৷ কলকাতা হাই কোর্টের শুক্রবারের রায়ে, নতুন বছরের আগে অনিশ্চিত হয়ে পড়ল বিজেপির রথযাত্রা কর্মসূচি৷ বৃহস্পতিবারের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে, আবারও সিঙ্গল বেঞ্চে রথযাত্রা মামলা ফিরিয়ে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ শুক্রবারের রায়ে প্রধান বিচারপতি দেবাশিষ কর গুপ্ত নির্দেশ দিয়েছেন, রাজ্যের পেশ করা গোয়েন্দা রিপোর্টকে খতিয়ে দেখতে হবে সিঙ্গল বেঞ্চকে এবং তারপরই শর্তসাপেক্ষে বিজেপিকে রথযাত্রার রায় দিতে পারবে সিঙ্গল বেঞ্চ৷ ফলে শুক্রবারের রায়ে স্বভাবতই চাপে পড়েছে রাজ্য বিজেপি৷

[সাত বছর ধরে নাট্যদল ‘পদাতিক’-এর সঙ্গেও যোগাযোগ ছিল না সুজাতার]

Advertisement

আদালত সূত্রে খবর, শনিবার থেকে হাই কোর্টে শুরু হয়ে যাচ্ছে শীতকালীন ছুটি৷ অতএব বিশেষ আদালতের শুনানি ছাড়া, নতুন বছরের আগে আবার এই মামলার মীমাংসা করা সম্ভবপর নয় বলে মনে করছেন আইনজীবী মহল৷ সূত্রের খবর, এদিন ডিভিশন বেঞ্চের সামনে গোয়েন্দা রিপোর্টকেই প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করেন রাজ্যের আইনজীবী৷ তিনি অভিযোগে করেন, সমস্ত গোয়েন্দা রিপোর্টেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আভাস দেওয়া হয়েছে৷ কিন্তু সেই গোয়েন্দা রিপোর্টকে তেমন একটা পাত্তা দেয়নি সিঙ্গল বেঞ্চে৷ সূত্রের খবর, রাজ্যের আইনজীবীর এই বক্তব্য শোনেন প্রধান বিচারপতি এবং সবশেষে সিঙ্গল বেঞ্চের রায়ের উপরে স্থগিতাদেশ দিয়ে, রথযাত্রা মামলা তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে ফিরিয়ে দেন৷ এমনকী প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, সিঙ্গল বেঞ্চকে গোয়েন্দা রিপোর্টকে খতিয়ে দেখতে হবে এবং এরপর শর্তসাপেক্ষে রথযাত্রা সম্পর্কিত রায় দিতে পারবে৷

Advertisement

[বালিগঞ্জের বিড়লা মিউজিয়ামে আগুন আতঙ্ক, অল্পের জন্য রক্ষা দর্শকদের]

হাই আদালতের ডিভিশন বেঞ্চের শুক্রবারের রায়ে যথারীতি ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বলেন, “এই রায়ে আমাদের মনোবল ভেঙে যায়নি, এখনও অটুট রয়েছে। আদালত অনুমতি দিলে আমরা আবার নতুন করে রথযাত্রার দিন ঠিক করব। তবে এখন আমরা বিকল্প রাস্তায় হাঁটব৷ আমাদের অন্যান্য কর্মসূচি জারি থাকবে৷” তিনি আরও জানান, শনিবার বীরভূম থেকে রথযাত্রা হচ্ছে না। কিন্তু সেখানে জনসভা হবে। সূত্রের খবর, পরের পদক্ষেপ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবারেই বৈঠকে বসবেন রাজ্য বিজেপি নেতারা৷ সুপ্রিম কোর্টেও যাওয়ার পথ থুলে রাখছেন তাঁরা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ