Advertisement
Advertisement

হাই কোর্টে স্বস্তি রাজীব কুমারের, আগাম জামিন পেলেন গোয়েন্দা প্রধান

আপাতত রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই৷

Calcutta High Court grants anticipatory bail to Rajeev Kumar
Published by: Tanujit Das
  • Posted:October 1, 2019 11:43 am
  • Updated:October 1, 2019 12:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদাকাণ্ডে হাই কোর্টে আগাম জামিন পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ মঙ্গলবার তাঁর আগাম জামিন মঞ্জুর করল হাই কোর্টের বিচারপতি সইদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চ৷ ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন এই আইপিএস অফিসার৷   

[ আরও পড়ুন: টালার পর চিৎপুর, চেতলা ব্রিজ নিয়েও আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের ]

Advertisement

মঙ্গলবার এই আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের তরফে জানাল হয়েছে, হেফাজতে নিয়ে গোয়েন্দা প্রধানকে জেরা করার প্রয়োজন নেই৷ এমনকী  বেশ কয়েকটি শর্তও দিয়েছেন বিচারপতি৷ তিনি জানান, সিবিআইয়ের তলবে হাজিরা দিতে হবে রাজীব কুমারকে৷ সেক্ষেত্রে তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে সিবিআইকে৷ দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷ এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে সিবিআই৷ মঙ্গলবার হাই কোর্টের এই রায়ে আপাতত স্বস্তি পেলেন রাজীব কুমার৷ কারণ, এখনই তাঁকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই৷  

Advertisement

[ আরও পড়ুন: পরিবহণ দপ্তরের চুক্তিভিত্তিক চালক-কন্ডাক্টরদের বেতনবৃদ্ধি, পুজোর উপহার ‘জলসাথী’দেরও ]

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, এই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ জানা গিয়েছে, প্রথমে এদিনের রায়ের কপি দিল্লিতে পাঠান হবে৷ লিগাল সেলের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টে মামলা করবে তদন্তকারী সংস্থা৷ আদালত সূত্রে খবর, এদিন রাজীবের আগাম জামিনের বিরোধিতা করে তাঁকে হেফাজতে নেওয়ার একাধিক কারণ দর্শান সিবিআইয়ের আইনজীবী৷ তিনি জানান, শিলংয়ে জেরার সময় একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন এই দুঁদে আইপিএস অফিসার৷ গ্রেপ্তার হবেন না জেনে, সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করেননি তিনি৷ এরপর একাধিকবার তলব করা হলেও হাজিরা দেননি৷ এছাড়া, সারদাকাণ্ডের তদন্তে গঠিত রাজ্য সরকারের সিটের সঙ্গে যুক্ত থাকা অনেক অফিসারকে জিজ্ঞাসাবাদ করেও রাজীব কুমার সম্পর্কে অনেক তথ্য পেয়েছে সিবিআই৷ সূত্রের খবর, দু’পক্ষের জওয়াল-জবাব শোনার পর বিচারপতি মঙ্গলবার এই রায় দেন৷ যাতে বড় ধাক্কা খেল সিবিআই৷ এবং আপাতত গ্রেপ্তারি থেকে স্বস্তি পেলেন রাজীব কুমার৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ