Advertisement
Advertisement

Breaking News

Sujay Krishna Bhadra

দীর্ঘ টালবাহানার পর ‘কালীঘাটের কাকু’র কন্ঠস্বর রেকর্ড সিবিআইয়ের, এবার রহস্যভেদ?

মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে বিচারক হিমাদ্রীকুমার নাথ এবং তদন্তকারী অফিসারের উপস্থিতিতে রুদ্ধদ্বার কক্ষে তাঁর কন্ঠস্বর রেকর্ড করা হয়।

CBI Collected Sujay Krishna Bhadra's voice sample

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 11, 2025 7:12 pm
  • Updated:February 14, 2025 4:12 pm  

অর্ণব আইচ: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা পেল সিবিআই। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে বিচারক হিমাদ্রীকুমার নাথ এবং তদন্তকারী অফিসারের উপস্থিতিতে রুদ্ধদ্বার কক্ষে তাঁর কন্ঠস্বর রেকর্ড করা হয়। নিয়োগ দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছনোর জন্য এটাই বড় হাতিয়ার বলে মনে করছে সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর থেকে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। ফলে সিবিআই দীর্ঘদিন ধরে কন্ঠস্বর রেকর্ড করতে চাইলেও তা সম্ভব হচ্ছিল না। কারণ, একাধিকবার দিন নির্ধারণ করা হলেও জেলের তরফে জানানো হয়, সুজয়কৃষ্ণের যা শারীরিক পরিস্থিতি তাতে এই মুহূর্তে তাঁকে আদালতে হাজির করানো সম্ভব নয়। ফলে চারবার চেষ্টা করেও কন্ঠস্বর রেকর্ড করতে পারেনি সিবিআই। মঙ্গলবার অবশেষে লক্ষ্যপূরণ হল। জানা যাচ্ছে, এই নমুনা পাঠানো হবে দিল্লির ল্যাবে। সিবিআইয়ের কাছে থাকা অডিও ক্লিপের সঙ্গে এদিনের কন্ঠস্বরের নমুনা মিললে নিয়োগ দুর্নীতির তদন্তে অনেকটা সহযোগিতা হবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’র নাম। অভিযোগ করা হয়েছিল, নিয়োগ দুর্নীতির টাকার বড় অংশ যেত সুজয়কৃষ্ণ ভদ্রর কাছে। এরপরই তদন্তকারী সংস্থাদের স্ক্যানারে আসেন কালীঘাটের কাকু। যদিও বারবার তিনি দাবি করেছেন, এ বিষয় কিছুই জানেন না। পরবর্তীতে ২০২৩ হাতের মে মাসে তাঁকে গ্রেপ্তার করে ইডি। এরপর সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হন সুজয়কৃষ্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement