Advertisement
Advertisement

শিলংয়ে রাজীব কুমারকে জেরা করবেন ‘নিগৃহীত’ সিবিআই আধিকারিকই

রায় ঘোষণার পরই রাজীব কুমারকে জেরা করার প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই।

CBI forms team to question CP Rajiv Kumar
Published by: Subhamay Mandal
  • Posted:February 5, 2019 3:34 pm
  • Updated:February 5, 2019 3:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুলিশের হাতে নিগৃহীত সিবিআই আধিকারিকই জেরা করবেন কমিশনার রাজীব কুমারকে। সিবিআই সূত্রে এমনই খবর। গত রবিবার সন্ধেয় যে সিবিআই আধিকারিকদের দল লাউডন স্ট্রিটে কমিশনারের বাংলোয় ঢুকতে গিয়ে বাধা পায়, সেই দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ সুপার তথাগত বর্ধন। তাঁকে-সহ বাকি আধিকারিকদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলে শেক্সপিয়র সরণি থানায় নিয়ে যান পুলিশকর্মীরা। সেই ধস্তাধস্তির সময় তীব্র প্রতিবাদ করেছিলেন তথাগত বর্ধন। এবার তাঁর নেতৃত্বেই শিলং যাবে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। সেখানেই কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে জেরা করা হবে।

সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই সিবিআই অধিকর্তা ঋষিকুমার শুক্লার সঙ্গে এক দফা বৈঠক করেন যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। বৈঠকের পর সিদ্ধান্ত হয়, আদালতের রায়ের একটি কপি শিলংয়ে পাঠানো হবে। সুপ্রিম কোর্ট এদিন শিলংকেই বেছে দেয় রাজীব কুমারকে জেরা করার জন্য। জানা গিয়েছে, রায় ঘোষণার পরই রাজীব কুমারকে জেরা করার প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, রায়ের কপি সিবিআইয়ের লিগাল সেলের আধিকারিকরা খতিয়ে দেখে সম্ভবত এদিন বিকেলেই ফের কমিশনারকে নোটিস পাঠাতে চলেছেন তাঁরা।

Advertisement

[সত্যের সঙ্গ দিতে মমতার সত্যাগ্রহ মঞ্চে হাজির ‘গান্ধীজি’]

রাজীব কুমার নিজে এডিজি (অতিরিক্ত ডিরেক্টর জেনারেল) পদমর্যাদার পুলিশ আধিকারিক। তাই তাঁকে জেরার সময় একজন এসপি পদমর্যাদার সিবিআই আধিকারিক উপস্থিত থাকবেন। তবে রাজীব কুমারকে জেরা করতে শিলংয়ে ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে সিবিআইয়ের তদন্তকারী দল যাবে বলে সূত্রের খবর।

[সিবিআইয়ের সামনে রাজীব কুমারকে হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement