Advertisement
Advertisement

Breaking News

রুবি স্টার চিটফান্ডের দপ্তরে সিবিআই হানা, বাজেয়াপ্ত বহু নথি

সংস্থাটি বেশ কিছুদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিল।

CBI officers raid in Ruby Star office
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2018 3:57 pm
  • Updated:February 21, 2018 4:02 pm

স্টাফ রিপোর্টার: বেআইনি অর্থলগ্নি সংস্থা রুবি স্টার গ্রুপের অফিস ও আধিকারিকদের বাড়িতে একযোগে তল্লাশি চালাল সিবিআই। বুধবার সকাল থেকেই সংস্থার উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ১৩টি দলে ভাগ হয়ে তল্লাশি শুরু করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। পানিহাটি, স্বরূপনগর, বনগাঁ, গাইগাটা-সমেত ১৩টি জায়গায় সিবিআইয়ের পৃথক টিম তল্লাশিতে নামে। বহু নথি বাজেয়াপ্ত করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।

[প্রিয়ার গানে দোষ নেই, সব অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে]

সিবিআই সূত্রে খবর, ওই অর্থলগ্নি সংস্থাটি বিভিন্ন জায়গায় শাখা অফিস খুলে বাজার থেকে বেআইনিভাবে প্রায় ২০০ কোটি টাকা তুলেছিল। সংস্থার স্বরূপনগরের দপ্তরের পাশাপাশি পানিহাটির রিজেন্ট হাউসিং আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। আবাসনের গেট বন্ধ করে তল্লাশি চালানোয় আতঙ্ক ছড়ায়। যদিও সিবিআই কর্তারা পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করেন। ওই অর্থলগ্নি সংস্থার উপর বহুদিন ধরে নজর রাখছিল সিবিআই। সময়মতো গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ারও অভিযোগ এসেছে। তারপরই রুবি স্টার গ্রুপে তল্লাশি শুরু করে সিবিআই। জানা গিয়েছে, ওই সংস্থার আধিকারিকদের বর্তমান অবস্থার খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ চলছে। সংস্থার নথি ঘেঁটে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।

Advertisement

[শুধু নীরব মোদি নন, পিএনবি থেকে ঋণ নিয়েছিলেন দেশের এই প্রধানমন্ত্রীও]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ