Advertisement
Advertisement

শহরে ফিরল ডেঙ্গু আতঙ্ক, মৃত্যু চতুর্থ শ্রেণির পড়ুয়ার

ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

class-4-student-death-due-to-dengue-at-bidhanagar
Published by: Kumaresh Halder
  • Posted:August 31, 2018 2:35 pm
  • Updated:August 31, 2018 2:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরের ডেঙ্গু আতঙ্ক৷ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার৷ সল্টলেক পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র নারায়ণ শ্রেষ্ঠ৷ বিধাননগর পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের দত্তাবাদের বাসিন্দা নারায়ণ৷ বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল৷ পরিস্থিতি বাড়াবাড়ি হতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ ততক্ষণে সব শেষ৷ চিকিৎসা শুরু আগে গায়ে ধুম জ্বর নিয়ে মৃত্যু হল শহর কলকাতার নামী স্কুলের এই পড়ুয়ার৷ হাসপাতালের তরফে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

[মানুষের গড় আয়ু ১৪০! ডাক্তারবাবুদের আশ্বাসে সেঞ্চুরির পথে অন্নপূর্ণা]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল নারায়ণ৷ ওষুধ খেলে সাময়িক পরিস্থিতি আয়ত্বে আনার চেষ্টাও করা হয়৷ ওষুধের মাধ্যমে জ্বর কিছুটা নিয়ন্ত্রণে এনে স্কুলে পরীক্ষাও দেয় চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া৷ কিন্তু, বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায় মঙ্গলবার৷ স্কুল থেকে ফেরার পথে অচৈতন্য হয়ে পড়ে নারায়ণ৷ দাঁতে দাঁতও লেগে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি শুরু হয় চিকিৎসা৷ কিন্তু, অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই ছাত্রের প্লেটলেট ৪ হাজারের নিচে নেমে গিয়েছে৷ ধীরে ধীরে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধও করে দেয় নারায়ণের৷ পরে মাল্টি অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয় তার৷ মৃত ওই ছাত্রের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয় বলে জানা গিয়েছে৷

Advertisement

[এনজিও-র হস্টেলে মহিলা কর্মীর শ্লীলতাহানি, গ্রেপ্তার তরুণ গবেষক]

Advertisement

শুক্রবার সকালে ডেঙ্গুতে ছাত্র মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে বিধাননগরের দত্তাবাদে৷ ডেঙ্গুর মারণ আক্রমণ ঠেকাতে পুরসভার ও স্থানীয় বাসিন্দাদের তরফে তৎপরতা শুরু হলেও বাড়ছে আতঙ্ক৷ কেননা, গত ঠিক এই সময়ে শহর কলকাতা ও দুই ২৪ পরগনায় ডেঙ্গু প্রায় মহামারির আকার ধারণ করেছিল৷ গতবারের পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের তরফে দফায় দফায় ব্যবস্থা নেওয়া হলেও এখনও উদাসীন স্থানীয় বাসিন্দারা৷ প্রশাসনের তরফে সতর্ক করা হলেও পরিস্থিতির বদল ঘটেনি বিধাননগর চত্বরে৷ অভিযোগ বাসিন্দাদের একাংশের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ