Advertisement
Advertisement

Breaking News

অপরিচ্ছন্ন স্কুলের শৌচাগার, হিন্দু স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের

স্কুলে অবাধে ঘুরে বেড়ায় কুকুর৷

Cleanliness ‘compromised’ in Hindu School, parents stage protest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2018 10:39 am
  • Updated:July 11, 2018 10:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৌচাগার এতটাই অপরিচ্ছন্ন, যে ব্যবহারই করা যায় না৷ স্কুলে চত্বরে অবাধে ঘুরে বেড়ায় কুকুর! বুধবার সাতসকালে কলেজস্ট্রিটে পথ অবরোধ করলেন হিন্দু স্কুলের মর্নিং সেকশনের অভিভাবকরা৷ তাঁদের অভিযোগ, স্কুলে অপরিচ্ছন্নতার কারণে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা৷ বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে কুকুর৷ স্কুল কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি৷ সকালের ব্যস্ত সময়ে অবরোধে কলেজ স্টিটে ব্যাহত হয় যান চলাচল৷ শেষপর্যন্ত পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়৷

[আন্দোলনের জেরে প্রবেশিকা ফিরল যাদবপুরে, সরে দাঁড়ানোর সিদ্ধান্ত উপাচার্যের]

Advertisement

রাজ্যে জুড়ে এখন সরকারি বাংলা মাধ্যম স্কুলের জনপ্রিয়তা নিম্মমুখী৷ ছেলেমেয়েদের বেসরকারি ইংরেজি স্কুলে ভরতি করতে আগ্রহী অভিভাবকরা৷ বেশি পরিস্থিতি এমনই, যে স্রেফ পড়ুয়ার অভাবে বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ আবার বাছাই করা কয়েকটি সরকারি স্কুলের ইংরেজি মাধ্যম চালু করার চিন্তাভাবনাও করা হচ্ছে৷ এই যখন পরিস্থিতি, তখন শহরের একটি নামী বাংলা মাধ্যম স্কুলের বিরুদ্ধে অপরিচ্ছন্নতার অভিযোগ উঠল৷ কলেজ স্ট্রিটে পথ অবরোধ করলেন হিন্দু স্কুলের মর্নিং সেকশনের অভিভাবকরা৷

Advertisement

ঘটনাটি ঠিক কী?  কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তো ছিলই, এখন আবার প্রেসিডেন্সি কলেজকেও বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে রাজ্য সরকার৷ এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঠিক উলটো ফুটে হিন্দু স্কুল৷ শহরের অন্যতম প্রাচীন ও নামী বাংলার মাধ্যম স্কুল৷ হিন্দু স্কুলে মনিং ও ডে সেকশনে চলে পঠনপাঠন৷ পড়ুয়ার সংখ্যাও নেহাত কম নয়৷ হিন্দু স্কুলের মর্নিং সেকশনের অভিভাবকদের অভিযোগ, স্কুলে পরিচ্ছন্নতার দিকে নজর নেই কর্তৃপক্ষের৷ শৌচাগারটি এতটাই অপরিষ্কার যে, পড়ুয়ারা ব্যবহারই করতে পারে না৷ স্কুলে চত্বরে অবাধে ঘুরে বেড়ায় কুকুর! শুধুমাত্র স্কুলে অপরিচ্ছন্নতার জন্য অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা৷ এমনকী, স্কুলে ক্লাস করতে গিয়ে কুকুরের কামড়ও খেয়েছে অনেকেই৷ অভিভাবকদের দাবি, বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি৷ বুধবার সকালে কলেজ স্ট্রিটে হিন্দু স্কুলের সামনে পথ অবরোধ করেন হিন্দু স্কুলের মর্নিং সেকশনের অভিভাবকরা৷ চলে বিক্ষোভও৷ অফিসের ব্যস্ত  যান চলাচল বন্ধ হয়ে যায় কলেজ স্ট্রিটে৷ শেষপর্যন্ত পুলিশ গিয়ে অবরোধ উঠিয়ে দেয়৷ যদিও অভিভাবকদের অভিযোগ নিয়ে মুখ খুলতে চায়নি হিন্দু স্কুল কর্তৃপক্ষ৷

[রাজীব গান্ধীকে অপমানের অভিযোগ, কাঠগড়ায় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ