Advertisement
Advertisement

Breaking News

পুলিশকে মানবিক হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

সমন্বয় রেখে উন্নয়নের কাজ চালিয়ে যেতে হবে৷

CM asks police to become more emphatetic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2016 9:28 am
  • Updated:June 24, 2022 3:56 pm

ধ্রূবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: হাওড়াকে তিনি নবান্ন উপহার দিয়েছেন৷ রাজ্যের উন্নয়নের তালিকায় আরও উপরে নিয়ে আসতে এই শহরকেই উপহার দিয়েছেন ক্ষুদ্রশিল্প হাব৷ সেই হাবকে কেন্দ্র করে বছরে শুধু হাওড়া থেকেই ৫ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে শহরের উন্নয়ন খাতে রাজ্যসভার সাংসদদের তহবিল থেকে ৬ কোটি টাকা অনুদানের কথা জানিয়ে একইসঙ্গে মমতা নির্দেশ দিয়েছেন, আর্থিক উন্নয়নের পাশাপাশি শহরের সৌন্দর্যায়নও প্রয়োজন৷ অবিলম্বে তাই শহরকে যানজট মুক্ত করতে হবে৷ তার জন্য পূর্ত দফতর ও পুরসভার সমন্বয়সাধন প্রয়োজন৷ পাশাপাশি পুলিশকে আরও বেশি মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ উত্তর ভারত ও উত্তরবঙ্গের অনেকাংশের নদীর জল প্রবাহিত হয় হাওড়া ও পার্শ্ববর্তী এলাকা দিয়ে৷ ইতিমধ্যে বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে৷ সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, তার জন্যও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন মমতা৷
মঙ্গলবার হাওড়ায় ১২৮তম প্রশাসনিক বৈঠক থেকে মমতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তাঁর দ্বিতীয় ইনিংসে উন্নয়নের প্রশ্নে কোনও সমন্বয়ের অভাব তিনি মেনে নেবেন না৷ পঞ্চায়েত, পুরসভা ও জেলা প্রশাসনকে তার জন্য নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজের নির্দেশ দিয়েছেন৷ বলেছেন, “হাওড়ার উন্নয়নে জেলা প্রশাসন, পুরসভা ভাল কাজ করছে৷ সমন্বয় রেখে উন্নয়নের কাজ চালিয়ে যেতে হবে৷ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোথাও আপস করা যাবে না৷ তাদের পাশে দাঁড়াতে হবে৷ সমস্যা জানতে হবে৷ তার দ্রুত সমাধানও করতে হবে৷” মমতার নির্দেশ, সিভিক পুলিশকর্মীদের বেআইনি দখলদার সরানোর কাজে ব্যবহার করতে হবে৷ বৈঠকে হাওড়া স্টেশন চত্বরে উন্নত বাসস্ট্যান্ড তৈরির প্রস্তাব আসে৷ মমতা চাইছেন, আর্থিক উন্নয়নের পাশাপাশি হাওড়ার যথাযথ সৌন্দর্যায়ন হোক৷ বিশেষ করে ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন চাইছেন তিনি৷ ফলে নিজে যেমন একাধিক পরামর্শ বা দরকারি নির্দেশ দিয়েছেন, নানা প্রস্তাবে সায়ও দিয়েছেন৷ পুরসভাকে নোডাল এজেন্সি করে ওই হাওড়া শহরকে, বিশেষ করে মঙ্গলহাটকে কেন্দ্র করে সৌন্দর্যায়নের নির্দেশ দিয়েছেন মমতা৷ পুলিশ ও পুরসভাকে একসঙ্গে ট্রাফিকের উন্নয়নে উদ্যোগ নিতে বলেছেন৷ বলেছেন, “ট্রাফিকের সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে নিন৷ দ্রূত সমস্যার সমাধান করুন৷” জাপানের ইয়োকোহোমার একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বেলুড় শিল্প তীর্থ হচ্ছে৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা নিয়ে বলেছেন, “স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে হাওড়ায়৷ হচ্ছে টেক্সটাইল হাব৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মধ্যে দিয়ে হবে কর্মসংস্থান৷” বন্যায় সমস্যা এড়াতে উদয়নারায়ণপুরে নদীর ধারে সমস্যাসঙ্কুল এলাকার উন্নয়ন নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন৷ ইতিমধ্যে সরকারের তরফে বালি ব্রিজের সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে৷ দামোদর নদির উপর বকপোতার কাছে তৈরি হচ্ছে আরও একটি সেতু৷
মাসখানেক আগে বর্ধমানের কালনাঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে৷ হাওড়াতেও রয়েছে অসংখ্য ফেরিঘাট৷ সেখানে যাত্রী পারাপারে যাতে কোনও সমস্যা না হয়, তারও নির্দেশ দিয়েছেন৷ বলেছেন, যেখানে যা সমস্যা ছিল, তা আলোচনার মাধ্যমে মেটানো হয়েছে৷ পঞ্চায়েত, পুরসভা ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে৷ বৈঠকে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিব মলয় দে-সহ ছিলেন অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুলতান আহমেদ, মেয়র ডাঃ রথীন চক্রবর্তী ও বিধায়করা৷ ছিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত্‍ করপুরকায়স্থ, হাওড়ার পুলিশ কমিশনার ডি পি সিং-সহ প্রশাসনিক আধিকারিকরা৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ