Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

ফের কল্পতরু মুখ্যমন্ত্রী, বিধানসভা অধিবেশনের শেষদিনে ৭২ হাজার কোটির নয়া প্রকল্পের ঘোষণা

আজই উদ্বোধন অধিকাংশ প্রকল্পের।

CM Mamata Banerjee announces new projects of 72k crore | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 8, 2021 1:51 pm
  • Updated:February 8, 2021 1:53 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নির্বাচনের আগে্ ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়! রাজ্যের অন্তবর্তীকালীন বাজেটে একগুচ্ছ নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তিনি। বাড়িয়েছিলেন বরাদ্দও। সোমবার নতুন করে আরও ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভার বাজেট পর্বের শেষলগ্নে জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিরোধী দলগুলি অভিযোগ করেন, রাজ্যে কোনও কাজ হয়নি। বাজেটের মোড়কে ভোটের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগের জবাবে নয়া প্রকল্পের খতিয়ান তুলে ধরেন দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন : কিষাণ সম্মান নিধি নিয়ে মিথ্যে বলছেন নরেন্দ্র মোদি! পালটা তথ্য-সহ জবাব মুখ্যমন্ত্রীর]

বিধানসভায় দাঁড়িয়ে মোট ১৯টি শিল্প প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেগুলির উদ্বোধন হবে আজ ও কাল। এর মধ্যে রয়েছে কলকাতার লেদার কমপ্লেক্সের কমন ইফ্লুয়েন্ট প্ল্যান্ট। এই প্রকল্প বাস্তবায়ন হলে ওই এলাকায় কমবেশি ১৮টি ট্যানারি গড়ে উঠবে বলে জানান মমতা। হাবড়ায় হবে মেগা পাওয়ারলুম ক্লাস্টার। যেখানে বিনিয়োগ হবে প্রায় ৪০০ কোটি টাকা। হাওড়ার উদয়নারায়ণপুরে হবে তাঁতের হাট, জগদীশপুরে হোসিয়ারি পার্ক, উনসাসিতে টেক্সটাইল ও ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। উত্তরবঙ্গের জন্য দরাজহস্ত মুখ্যমন্ত্রীর। কোচবিহারে ভাওয়াইয়া শিল্পীদের জন্য হবে কমন ফেসিলিটি সেন্টার, মেখলা পোশাক তৈরির কারখানা, মালদায় সিল্ক পার্ক, শিলিগুড়িতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক পার্ক, বালুরঘাটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিন্নাগুড়িতে হবে শিল্পাঙ্গন পার্ক। এ দিকে পুরুলিয়া পাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। ফলতায় ফার্মাসিউটিক্যাল পার্ক, বজবজে ও বাঁকুড়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। পূর্ব বর্ধমানে বাতাসা, কদমা তৈরির কারখানা তৈরি হবে।

Advertisement

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে মুখ থুবড়ে পড়েছিল তৃণমূল। নিজেদের ঘাঁটি ক্রমশ শক্ত করছে বিজেপি। এদিকে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে নিজেদের দখলে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। এমন আবহে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য বহু শিল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর ফলে উত্তরের জেলাগুলিতে কর্মসংস্থান অনেকটাই বাড়বে বলে আশাবাদী শাসকদল। শিল্পপার্ক তৈরি হচ্ছে হাওড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলাতে। তাৎপর্যপূর্ণভাবে এই জেলাগুলিতে নিজেদের খুঁটি শক্ত করতে চাইছে বিজেপি। তাদের পালটা দিতেই এবার দরাজহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন : খাস কলকাতায় ফের নাবালিকার শ্লীলতাহানি! অভিযুক্তের বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ