Advertisement
Advertisement
CM Mamata Baneerjee Health Update

নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী: এমআরআই শেষ, SSKM হাসপাতালে ভরতি মমতা

পায়ের পাতায় চিড় রয়েছে।

CM Mamata Banerjee's heath LIVE UPDATE: Mamata returns to SSKM | Sangbad Pratidin

ছবি: অরিজিৎ সাহা

Published by: Paramita Paul
  • Posted:March 10, 2021 9:13 pm
  • Updated:March 12, 2021 9:39 am

নন্দীগ্রামে প্রচার গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রাম থেকে গ্রিন করিডর করে কলকাতায় আনা হয় তাঁকে। বাঙুর হাসপাতালে করা হয় এমআরআই। তারপর আবার নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে। শেষ মুহূর্তের UPDATE:

রাত ১২.১১: মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় চিড় রয়েছে। পায়ের পাতায় মাল্টিপল ইনজুরি রয়েছে। সফট টিস্যু ইনজুরি ও লিগামেন্টেও চোট আছে তাঁর। জানালেন, ডা. শান্তনু সেন।
রাত ১২:০৪:
বাঙ্গুর থেকে বের করে আনা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবারও নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। রাতে সেখানেই নির্দিষ্ট কেবিনে থাকবেন তিনি।
রাত ১১.৪০:
এসএসকেএম হাসপাতালে রয়েছেন অভিষেক বন্দ্যোপধ্যায়। জানালেন এমআরআই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা। 
রাত ১১.২০: মুখ্যমন্ত্রীর উপর হওয়া ‘হামলা’র তীব্র নিন্দা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ঘটনার নিন্দায় মুখর হয়ে দোষীদের শাস্তির দাবি তুলেছেন, তেজস্বী যাদব, ক্যাপ্টেন অমরিন্দর সিং, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদবরাও।

Advertisement

 

Advertisement


রাত ১১.১৫:
মুখ্যমন্ত্রীর পায়ের হাড় ভাঙেনি। ইসিজির রিপোর্ট সন্তোষজনক।

রাত ১১.১০:  বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে চলছে এমআরআই।

রাত ১১.০০: বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দেখুন ভিডিও:

 

রাত ১০. ৫৪: এসএসকেএম এর ভিতরে হজরত সঈদ মিস্ত্রি আলি শাহ চিস্তিতে দিদির দ্রুত আরোগ্য প্রার্থনায় মুসলিমরা।

রাত ১০.৪১: মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

রাত ১০.৩৫: বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হচ্ছে। স্নিফার ডগ নিয়ে তল্লাশি হয়েছে বাঙ্গুর ইনস্টিটিউটে। সেখানে সিটি স্ক্যান এএমআরআই হবে।

রাত ১০.২৪: সিটি স্ক্যান করার ভাবনা। হতে পারে এমআরআই-ও। জানালেন চিকিৎসকরা।

রাত ১০.০৪: মুখ্যমন্ত্রীর কাঁধে-কোমরে-মাথায় আঘাত লেগেছে মুখ্যমন্ত্রীর। রাতে হাসপাতালে থাকতে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রাত ১০.০০: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ।

রাত ৯.৫৭: বৃহস্পতিবার রাজ্যজুড়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ, প্রতিবাদ মিছিল। গোটা ঘটনার কথা লিখিত আকারে নির্বাচন কমিশনে জমা করবে তৃণমূল নেতা-কর্মীরা। 

রাত ৯.৫৫: পুলিশ ঘিরে ধরে রাজ্যপালের কনভয় বের করল হাসপাতাল চত্বর থেকে।

রাত ৯.৫০: চেতলায় রাস্তা অবরোধ। 

রাত ৯.৪৯: রাজ্যপাল জগদীপ ধনকড়ের কনভয় লক্ষ্য করে জুড়ো ছোঁড়া হয় বলে অভিযোগ বিজেপির। জগদীপ ধনকড়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, স্লোগান।

রাত ৯.৪৪: প্রবল যন্ত্রণা উপশম করতে অ্যানাস্থেশিয়া করা হল মুখ্যমন্ত্রীর। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। 

রাত ৯.৩৫: সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। 

রাত ৯.৩৪: রাজ্য নির্বাচন কমিশনের সিইও আরিজ আফতাবকে ফোন সুদীপ জৈনের। মমতার চোট প্রসঙ্গে জানতে চেয়েছে কমিশন। 

রাত ৯.৩৩: মমতা চাইলে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।

রাত ৯.২৭: “এটা চক্রান্ত করে করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে মুখটা খুলতে দিন আমরা ভয়ংকর আন্দোলনে নামব ওরা তখন বুঝতে পারবে। নির্বাচন কমিশন এর জন্য দায়ী। এটা বিজেপির চক্রান্ত। বাংলার মেয়েকে মারবে বাংলার মানুষ তা মেনে নেবে না। ভয়ংকর আন্দোলন হবে।” হুঙ্কার অনুব্রত মণ্ডলের।

রাত ৯.২৫: নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের প্রতিবাদে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে তৃনমূল প্রার্থী মনিরুল ইসলামের নেতৃত্বে অবরোধ করে বিক্ষোভ।

রাত ৯.২০: হাসপাতালে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়, সাধন পাণ্ডেরা। 

রাত ৯.১৮: বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের নানা জায়গায় বিক্ষোভ চলছে। 

রাত ৯.১৭: হাসপাতালের বাইরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিক্ষোভ। 

রাত ৯.০৭: হাসপাতালে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতালের বাইরে তৃণমূল সমর্থকরা স্লোগান দিচ্ছেন।

রাত ৯.০৫: হাসপাতালের বাইরে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় জড়ো হয়েছে বহু মানুষ।

রাত ৯.০০: চোট কতটা গুরুতর, দেখতে পায়ের এক্স-রে করছেন চিকিৎসকরা। 

রাত ৮.৫৫: অ্যাম্বুল্যান্স থেকে স্ট্রেচারে করে উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

রাত ৮.৫০: নন্দীগ্রাম থেকে কলকাতায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ