Advertisement
Advertisement

Breaking News

CBI

গরু ও কয়লা পাচার মামলায় তৎপর সিবিআই, মিলল বিনয় মিশ্রর তৃতীয় বাড়ির সন্ধান

সোমবার নিজাম প্যালেসে তলব বিনয় মিশ্রকে।

Coal and Cattle smuggling: CBI tightens noose around Binay Mishra | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:January 1, 2021 2:13 pm
  • Updated:January 1, 2021 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লা ও গরু পাচার মামলায় তৎপর সিবিআই (CBI)। বৃহস্পতিবার রাতে পাচারচক্রের সদস্য হিসেবে অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্রর আরও একটি বাড়ির সন্ধান পেলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

[আরও পড়ুন: রেলের টাইম টেবিল বিক্রিতে চার কোটির গরমিল! হিসাব দেখে চোখ কপালে রেলকর্তাদের]

সিবিআই সূত্রে খবর, কইখালিতে দমদম এয়ারপোর্টের সামনে একটি অ্যাপার্টমেন্টের ১০১ নম্বর ফ্ল্যাটটি বিনয় মিশ্রর। ওই বাড়িটির দরজায় তাঁর নামও লেখা রয়েছে। বৃহস্পতিবার দিনভর শহর কলকাতায় বিনয়ের আরও দু’টি বাড়িতে তল্লাশি চালিয়ে এই ফ্ল্যাটটির কথা জানতে পারে সিবিআই। তারপর গতকাল রাতে সেখানে হানা দেন তদন্তকারীরা। তবে ওই সময় ফ্ল্যাটটি তালবন্ধ ছিল। তারপর অ্যাপার্টমেন্টের অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা।

Advertisement

তাৎপর্যপূর্ণভাবে, ফ্ল্যাটটি যে ব্যবসায়ী বিনয় মিশ্রর তা জানতেন না আবাসিকরা। তাঁরা জানান, বাড়িটি জনৈক পিন্টু নামের এক ব্যক্তির। তাঁদের কাছে দরজার কোনও চাবিও ছিল না। শেষমেশ ওই ফ্ল্যাটটি সিল করেন দেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, এখন সিবিআইয়ের নজর এড়িয়ে রয়েছেন ওই ব্যবসায়ী। ফলে আগামী সোমবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দপ্তরের বিনয়কে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সঙ্গে, টাকা পাচারে জড়িত তাঁর সমস্ত সহযোগীদের একটি তালিকা বানিয়ে দিল্লিতে পাঠাচ্ছেন গোয়েন্দারা। পাচারের টাকা কোন কোন প্রভাবশালী ব্যক্তির হাতে পৌঁছে দিতেন বিনয়, তা জানতে তাঁকে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।

Advertisement

উল্লেখ্য, গতকাল গরু পাচারচক্রের রাঘব বোয়ালদের কাবু করতে বৃহস্পতিবার ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। রাসবিহারী ও চেতলায় ওই ব্যবসায়ীর ২টি বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, গরু পাচারের বেআইনি কারবারের টাকা নির্দিষ্ট কয়েকজন প্রভাবশালীর কাছে পৌঁছে দিতেন বিনয় মিশ্র। এই অভিযোগের সপক্ষে একাধিক সাক্ষীর বয়ানও রয়েছে বলে দাবি তদন্তকারীদের। এদিকে, আজ তল্লাশি অভিযানের সময় বিনয়কে বাড়িতে পাওয়া যায়নি। কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে কোনও আইনি জটিলতা এড়াতে রীতিমতো আদালতের পরোয়ানা নিয়ে এই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। এছাড়া, এদিন কয়লা পাচারকাণ্ডে আজ হুগলির কোন্নগরের ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান করে সিবিআই। অমিত সিং ও নবীন সিং নামে ওই দুই ব্যবসায়ীর বাড়ি হানা দিয়েছেন সিবিআইয়ের অফিসাররা। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।

[আরও পড়ুন: রেলের টাইম টেবিল বিক্রিতে চার কোটির গরমিল! হিসাব দেখে চোখ কপালে রেলকর্তাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ