Advertisement
Advertisement

Breaking News

শহরের সেরা পুজোগুলিকে বিশেষ পুরস্কার দেবে চিনা দূতাবাস

জয়ীদের জন্য থাকবে দারুণ আকর্ষণীয় পুরস্কার৷

Communist China to award best Pujas of Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 1:47 pm
  • Updated:September 28, 2016 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় দুর্গাপুজো শুধু বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ প্রতিবার এই আনন্দ উৎসবে শামিল হচ্ছেন ভিনদেশিরাও৷ পুজোর সাজে নিজেদের সাজিয়ে তুলে মণ্ডপে হাজির হতে দেখা যায় বিদেশিনিদেরও৷ এবার বাঙালির সেই শ্রেষ্ঠ উৎসবে লাগতে চলেছে চিনা ছোঁয়া৷ কীভাবে? শহরের সেরা পুজোগুলিকে এবার পুরস্কৃত করবে চিনা দূতাবাস৷

কলকাতায় চিনের দূতাবাসের তরফে এবার বেছে নেওয়া হবে শহরের সেরা কয়েকটি মণ্ডপ ও প্রতিমাকে৷ ইমপ্যাক্ট নামের একটি স্বেচ্ছাসেবি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে দুর্গোৎসবে গা ভাসাচ্ছে চিনা দূতাবাস৷ দুর্গাপুজোয় শহরের নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করে তোলার দায়িত্ব নিয়েছে ইমপ্যাক্ট৷ কলকাতা পুলিশ ও পুরসভার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে তারাও৷ তাদেরকেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছে চিনা দূতাবাস৷

Advertisement

৬ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে তিন দিন ধরে শহরে পুজো পরিক্রমা করবেন দূতাবাসের সদস্যরা৷ তৃতীয় দিনের শেষে মোট দশটি পুজোকে সেরা হিসেবে বেছে নেওয়া হবে৷ শুধু মণ্ডপসজ্জা ও প্রতিমাই নয়, আরও কিছু বিষয় খতিয়ে দেখবেন বিচারকরা৷ যেমন, মণ্ডপে অগ্নি নির্বাপণের সুব্যবস্থা আছে কি না, মণ্ডপে দর্শনার্থীদের বেরোনোর ব্যবস্থা কেমন, ইত্যাদি ইত্যাদি৷ কাদের মাথায় বিজয় মুকুট উঠবে, তা ঘোষণা করা হবে নবমীতে৷

Advertisement

জয়ীদের জন্য থাকবে দারুণ আকর্ষণীয় পুরস্কার৷ বিনামূল্যে চিন সফর! এর মাধ্যমে চিনের পর্যটন শিল্পেরও নয়া দিশা খুলে যাবে বলে আশা দূতাবাসের৷ পুজোর পর একটি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷ বাঙালির সবচেয়ে বড় উৎসবে শামিল হতে পারায় উচ্ছ্বসিত চিন দূতাবাস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ