Advertisement
Advertisement

স্নেহাশিসের শারীরিক অবস্থার উন্নতি, বাড়ল প্লেটলেট কাউন্ট

এদিনের খবরে অনেকটাই স্বস্তি ফিরল।

Condition of dengue affected Snehasish Ganguly is getting better
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2017 5:07 am
  • Updated:September 22, 2019 1:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে সোমবারটা বেশ উদ্বিগ্নেই কেটেছে। তবে মঙ্গলবার সকালে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানালেন বেলভিউ নার্সিংহোমের চিকিৎসকরা।

মঙ্গলবার নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, প্লেটলেট কাউন্ট বেড়ে ৩৮ হাজার হয়েছে স্নেহাশিসের। এদিন সকালেই তাঁর প্লেটলেট পরীক্ষা করা হয়। তাঁর জন্য ডোনারও রাখা হয়েছিল। তবে ১৮ হাজার প্লেটলেট ওঠায় আপাতত তাঁদের প্রয়োজন নেই বলে জানা যাচ্ছে।

Advertisement

[ডেঙ্গুতে আক্রান্ত স্নেহাশিসের অবস্থার আরও অবনতি, উদ্বিগ্ন চিকিৎসকরা]

রক্তে ডেঙ্গুর জীবাণু আগেই মিলেছিল। গত বুধবার জ্বর নিয়ে বেলভিউতে ভরতি হন তিনি। সাততলার ‘বি’ স্যুটে রাখা হয়েছে তাঁকে। ডক্টর সুকুমার মুখোপাধ্যায় এবং ডক্টর অমিতাভ নন্দীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর স্নেহাশিসের। গতকাল তাঁর প্লেটলেটের পরিমাণ ২০ হাজারের নিচে নেমে গিয়েছিল। এনএস১ পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছিল। তারপরই স্নেহাশিসের রক্তে প্লেটলেট কমতে থাকে। চিকিৎসকরা তাঁকে ২ ইউনিট ‘ফ্রেশ ফ্রোজেন প্লাজমা’ (এফএফপি) দেন। সোমবার সন্ধে ছ’টার পর ৪ ইউনিট ‘র‌্যান্ডম ডোনর প্লেটলেট’ (আরডিপি) দেওয়া হয়। রাতে স্নেহাশিসকে দেখে ডা. সুকুমার মুখোপাধ্যায় বলেন, “স্নেহাশিসের ডেঙ্গু হয়েছে। পেটটা একটু ফুলে আছে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এটা অনেক সময় কমেও যায়। আমি ‘সিঙ্গল ডোনর প্লেটলেট’ (এসডিপি) দেওয়ার পরামর্শ দিয়েছি।”

Advertisement

‘দাদাগিরি’-র শুটিং একপ্রস্থ বাতিল করেই সোমবার হাসপাতালে চলে আসেন ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে কিছুক্ষণের জন্য বেরিয়ে যান। শুটিং সেরে রাতে ফের হাসপাতালে যান। দিনভর স্নেহাশিসের স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়-সহ বাড়ির অন্য সদস্যরা হাসপাতালেই ছিলেন। স্নেহাশিসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় ক্রিকেট মহলে উদ্বেগ ছড়িয়েছিল। তবে এদিনের খবরে অনেকটাই স্বস্তি ফিরল।

[অমানবিক! পথে বের করে বৃদ্ধাকে গাছে বেঁধে রাখল ছেলে-বউমা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ