Advertisement
Advertisement

Breaking News

বিজেপিকে রুখতে সোশ্যাল মিডিয়ায় কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ অভিষেকের

যুক্তি দিয়ে লাড়াইয়ের নির্দেশ৷

Counter BJP on social media: Abhishek Banerjee to party workers
Published by: Kumaresh Halder
  • Posted:September 10, 2018 9:30 pm
  • Updated:September 10, 2018 9:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের দাপট বাড়াতে দলীয় নেতা কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷  সোমবার তৃণমূলের ডিজিটাল কনক্লেভ মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে দলীয় নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে লড়াইয় চালিয়ে যাওয়ার আহ্বান জানান৷ তবে, এই লড়াইয়ের হাতিয়ার হোক শুধুই যুক্তি, তা আরও একবার দলীয় কর্মীদের মনে করিয়ে দেন তৃণমূলের যুবরাজ৷

[‘জ্বালানির দাম বাড়লে ক্ষতি নেই, রাস্তাঘাট তো ভাল’, আজব সাফাই দিলীপ ঘোষের]

আগামী লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ার হাত ধরে যুব সমাজের কাছে পৌঁছানোর মরিয়া চেষ্টা শুরু করেছে তৃণমূল৷ গত তিন মাসের ব্যবধানে ডিজিটাল কর্মীদের সঙ্গে অন্তত তিনটি বৈঠক করে পরবর্তী রূপরেখাও নির্ধারিত হয়েছে৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে বৃহত্তর জনতার কাছে পৌঁছে যাওয়া যায়, তা নিয়ে দফায় দফায় বৈঠকও করেছে তৃণমূল৷ ডিজিটাল দুনিয়ায় শক্তি বাড়াতে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল যুব কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর৷

Advertisement

[ফের পুলিশের জালে দমদমের ত্রাস হাতকাটা দিলীপ]

আজ, নজরুল মঞ্চে ডিজিটাল কনক্লেভে প্রধান বক্তা ছিলেন অভিষেক৷ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে৷’’ নিজের উদাহরণ টেনে মন্তব্য করেন, ‘‘আমি নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়৷ আমি চাই, আমার দলের প্রতিটি সদস্য একই ভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠুক৷ যুক্ত দিয়ে নিজের মতামত প্রকাশ করুন৷’’ দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে অভিষেক বলেন, ‘‘আমরা বিজেপির মতো টিভি চ্যানেল ও সংবাদপত্রের উপর নির্ভর করি না৷ আমরা নির্ভর করি আমার ডিজিটাল সেনার উপর৷’’ কর্মীদের উৎসাহিত করতে এদিন মুখ্যমন্ত্রীর কথাও তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় কে কী লিখছে, কী করছে, সবটাই নজরদারি করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে, ভাল কাজ করুন৷ নেত্রীর চোখে একদিন না একদিন পড়বেন৷’’

[হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য]

গত মাস ছয়েক ধরেই ডিজিটাল মিডিয়া ব্যবহারকারীদের নিয়ে সাংগঠনিক স্তরে তৎপরতা শুরু করে টিম অভিষেক। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে দিনভর কর্মশালা করেছে দলের ডিজিটাল মিডিয়া সেল৷ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র ভিত্তিক ডিজিটাল বাহিনী গঠন করা হয়েছে৷ এরাই তালিম দেবেন ওই কেন্দ্রের নেতা-মন্ত্রীদের৷ বিজেপির সাধারণ কর্মী থেকে নেতারা ডিজিটাল মিডিয়া ব্যবহারে যতটা সড়োগড়ো, তুলনায় তৃণমূলের জনপ্রতিনিধিরা অনেকটাই পিছিয়ে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলীয় স্তরে সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে লাগানোর পক্ষে সওয়াল করেছেন৷ তার পরই শুরু হয় দলীয় তৎপরতা৷  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement