Advertisement
Advertisement
COVID-19

কলকাতায় করোনা আক্রান্ত রাশিয়ার কূটনীতিক! গত ৪ দিনে আক্রান্ত ২৭

শহরের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তাঁরা।

COVID-19 in Kolkata: 27 new cases in last four days including Russian consul general in Kolkata

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 28, 2025 8:18 pm
  • Updated:May 28, 2025 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরে কোভিড নিয়ে নতুন করে আতঙ্কের পরিবেশ। এরাজ্যেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ধীরে ধীরে হলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। বুধবারের পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়ে কিছুটা হলেও। জানা যাচ্ছে, গত চারদিনে কলকাতা কোভিড পজিটিভ হয়েছেন ২৭। আরটি-পিসিআর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। জানা গিয়েছে, কোভিড আক্রান্তদের মধ্যে রয়েছেন কলকাতায় কর্মরত রাশিয়ার কূটনীতিক। তাঁকে নিয়ে চিন্তা আরও বেড়েছে।

Advertisement

বুধবার স্বাস্থ্যভবনের রিপোর্ট অনুযায়ী, শনিবার থেকে আজ, বুধবার পর্যন্ত কলকাতায় করোনা পজিটিভ হয়েছেন ২৭ জন। এঁদের মধ্যে শুধুমাত্র বুধবারই ৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এই তালিকায় রয়েছেন কলকাতার রুশ কনসাল জেনারেল ম্যাক্সিমকোজলভ। তাঁর জ্বর, হালকা সর্দিকাশি হওয়ায় আরটি-পিসিআর পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।

এই মুহূর্তে দেশের করোনাচিত্র খানিকটা উদ্বেগজনক। এক হাজার পেরিয়ে গিয়েছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। রাজ্যে সেই তুলনায় সংক্রমণ অনেকটাই কম। তবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, সবরকম প্রস্তুতি রয়েছে। অযথা কেউ ভয় পাবেন না। তবে অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সাবধানতা অবলম্বন প্রয়োজন। দরকার হলে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ববিধি মেনে চলা, বাড়িতে আইসোলেশনে থাকতেও হতে পারে। সবমিলিয়ে, কোভিডের নতুূন প্রজাতির ভাইরাস খুব বেশি বিপজ্জনক নয় বলেই মত চিকিৎসক মহলের একটা বড় অংশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement