Advertisement
Advertisement

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বাতিলের দাবিতে হাই কোর্টে মামলা সিপিআইয়ের

আগামী সোমবার উঠতে পারে মামলা৷

CPI moves Calcutta HC, seeks cancellation of WB panchayat polls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2018 3:00 pm
  • Updated:April 13, 2018 5:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বাতিলের দাবিতে এবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিপিআই৷ আজ সকালে বিচারপতি সুব্রত তালুকদার এজলাসে মামলা দায়ের হয়েছে বলে আদালত সূত্রে খবর৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার উঠতে পারে মামলা৷

সিপিআইয়ের দাবি, শাসকদলের তাণ্ডবে বিরোধীরা তাঁদের মনোনয়ন জমা দিতে পারেননি৷ এই নিয়ে মামলাও দায়ের হয়েছে আদালতে৷ আগামী ১৬ এপ্রিল পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখা নির্দেশ দিয়েছে আদালত৷ ফলে, মামলার গেরোয় গোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়াটা কঠিন৷ ফলে,  অবিলম্বে নির্বাচন বাতিল করার দাবি দাবি তুলে এদিন হাই কোর্টে মামলা ঠোকে বাম শরিক সিপিআই৷

Advertisement

এমনিতেই পঞ্চায়েত ভোট নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে করানো যাবে কি না, তা নিয়ে আগেই সংশয় তৈরি হয়েছে৷ কেননা, বৃহস্পতিবারের কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজই ডিভিশন বেঞ্চে আবেদন করেছে  রাজ্য সরকার৷ আগামী সোমবার এই মামলা শুনানির সম্ভনা৷ আইন বিশেষজ্ঞেরা মনে করছেন, সোমবার ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়ে সব পক্ষ৷ ডিভিশন বেঞ্চের নির্দেশ কারও পছন্দ না হলে তারা সুপ্রিম কোর্টে যাবেই৷ শুক্রবার সেই ইঙ্গিত দিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল ভোট করাতে প্রস্তুত৷ আদালতকে সবসময় সম্মান করে এসেছি৷ এখনও করব৷ প্রযোজন করলে যথাযথ স্থানে আবেদন করব৷’’

Advertisement

এক্ষেত্রে আইনি টানাপড়েন যে খুব দ্রুত মিটবে তা এখনই মানতে পারছেন না আইন বিশেষজ্ঞরা৷ শুনানি চলাকালীন যদি নির্বাচনী প্রক্রিয়া স্থগিত থাকে, তা হলে কমিশনের প্রস্তুতিতেও থমকে যেতে পারে৷ সেক্ষেত্রে সব দিক মিটিয়ে ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগতে পারে৷ আইনজীবীদের একাংশের যুক্তি, ভারতীয় সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া এক বার শুরু হয়ে গেলে আদালত হস্তক্ষেপ করতে পারে না৷ আবার বর্ষীয়ান আইনজ্ঞদের দাবি, সংবিধানের ১৪২ ধারায় সুপ্রিম কোর্টের কিছু বিশেষ ক্ষমতা রয়েছে৷ সুবিচারের স্বার্থে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে শীর্ষ আদালত৷ বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দ্রুত আইন মেনে মামলার নিষ্পত্তি করবে হাই কোর্ট৷ কিন্তু, আজ হাই কোর্ট মামলার শুনানি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয়৷ ফলে, সঠিক সময় নির্বাচন আদৌও করা সম্ভব কি না তা নিয়ে ঘোর সংশয় রয়েছে৷ আর এই আশঙ্কা কথা জানিয়েই এবার কলকাতা হাই কোর্টে মামলা ঠুকল সিপিআই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ