সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিমান বসু। কয়েকটি আসনে কোন দল লড়বে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে আপাতত প্রথম দু’দফায় শুধুমাত্র বাম প্রার্থীদের নাম ঘোষণা করেই লড়াইয়ের ময়দানে নেমে পড়ল সংযুক্ত মোর্চা। কংগ্রেস ও আইএসএফের তরফে পৃথকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।
দক্ষিণ ২৪ পরগনা (৩১) কেন্দ্র দল প্রার্থী গোসাবা আরএসপি অনিলচন্দ্র মণ্ডল পাথরপ্রতিমা কংগ্রেস *** কাকদ্বীপ কংগ্রেস *** সাগর সিপিএম শেখ মুকুলেশ্বর রহমান
পূর্ব মেদিনীপুর (১৬) কেন্দ্র দল প্রার্থী তমলুক সিপিআই গৌতম পণ্ডা পাঁশকুড়া পূর্ব সিপিএম শেখ ইব্রাহিম মালি পাঁশকুড়া পশ্চিম সিপিআই চিত্তদাস ঠাকুর ময়না কংগ্রেস *** নন্দকুমার সিপিএম করুণাশংকর ভৌমিক মহিষাদল আইএসএফ *** হলদিয়া সিপিএম মণিকা কর পাইক নন্দীগ্রাম *** *** চণ্ডীপুর সিপিএম আশিস গুছাইত পটাশপুর সিপিআই সৈকত গিরি কাঁথি উত্তর সিপিএম সুতনু মাইতি ভগবানপুর কংগ্রেস *** খেজুরি সিপিএম হিমাংশু দাস কাঁথি দক্ষিণ সিপিআই অনুরূপ পণ্ডা রামনগর সিপিএম সব্যসাচী জানা এগরা *** ***
পশ্চিম মেদিনীপুর (১৫) কেন্দ্র দল প্রার্থী দাঁতন সিপিআই শিশির পাত্র কেশিয়াড়ি সিপিএম পুলিনবিহারী বাস্কে খড়গপুর সদর কংগ্রেস *** নারায়ণগড় সিপিএম তাপস সিনহা সবং কংগ্রেস *** পিংলা *** *** খড়গপুর গ্রামীণ সিপিএম শেখ সাদ্দাম আলি ডেবরা সিপিএম প্রাণকৃষ্ণ মণ্ডল দাসপুর *** *** ঘাটাল সিপিএম কমল দোলুই চন্দ্রকোনা আইএসএফ *** গড়বেতা সিপিএম তপন ঘোষ শালবনি সিপিএম সুশান্ত ঘোষ কেশপুর সিপিএম রামেশ্বর দোলুই মেদিনীপুর সিপিআই তরুণ কুমার ঘোষ
ঝাড়গ্রাম (৪) কেন্দ্র দল প্রার্থী নয়াগ্রাম সিপিএম হরিপদ সোরেন গোপীবল্লভপুর সিপিএম প্রশান্ত দাস ঝাড়গ্রাম সিপিএম মধুজা সেন রায় বিনপুর সিপিএম দিবাকর হাঁসদা
পুরুলিয়া (৯) কেন্দ্র দল প্রার্থী বান্দোয়ান সিপিএম সুশান্ত বেসরা বলরামপুর কংগ্রেস *** বাঘমুণ্ডি কংগ্রেস *** জয়পুর ফরওয়ার্ড ব্লক ধীরেন মাহাতো পুরুলিয়া কংগ্রেস *** মানবাজার সিপিএম যামিনীকান্ত মান্ডি কাশীপুর *** *** পাড়া সিপিএম স্বপন বাউরি রঘুনাথপুর আইএসএফ ***
বাঁকুড়া (১২) কেন্দ্র দল প্রার্থী শালতোড়া আইএসএফ *** ছাতনা আরএসপি ফাল্গুনী মুখোপাধ্যায় রানিবাঁধ সিপিএম দেবলীনা হেমব্রম রাইপুর আইএসএফ *** তালডাংরা সিপিএম মনোরঞ্জন পাত্র বাঁকুড়া কংগ্রেস *** বড়জোড়া সিপিএম সুজিত চক্রবর্তী ওন্দা ফরওয়ার্ড ব্লক তারাপদ চক্রবর্তী বিষ্ণুপুর কংগ্রেস *** কোতুলপুর কংগ্রেস *** ইন্দাস সিপিএম নয়ন শীল সোনামুখী সিপিএম অজিত রায়
Sangbad Pratidin News App : খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে ।
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ Like
Download