Advertisement
Advertisement
DA protestors allowed to conduct dharna at Jantar Mantar

বাংলার DA আন্দোলন এবার দিল্লিতে, যন্তরমন্তরে ধরনার অনুমতি দিল পুলিশ

আগামী ১০ এবং ১১ এপ্রিল পরপর দু'দিন ধরনায় বসবেন আন্দোলনকারীরা।

DA protestors allowed to conduct dharna at Jantar Mantar । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 8, 2023 11:08 am
  • Updated:April 8, 2023 11:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ ঝাঁজ বাড়ছে ডিএ আন্দোলনের। যন্তরমন্তরে তাঁদের ধরনার অনুমতি দিল দিল্লি পুলিশ। আগামী ১০ এবং ১১ এপ্রিল পরপর দু’দিন ধরনায় বসতে পারবেন রাজ্য সরকারের আন্দোলনকারী কর্মীরা। তবে ধরনায় ৫০০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগেই ডিএ আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত করা হবে বলেই জানিয়েছিলেন। শুধু তাই নয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশও করেন। পাশাপাশি যন্তরমন্তরে ধরনার অনুমতি চেয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হন। তাতেই মিলেছে সবুজ সংকেত। সুতরাং কলকাতার পর রাজধানীর রাজপথে ডিএ আন্দোলনের ঝাঁজ যে আরও বাড়তে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

[আরও পড়ুন: মহিলাকে সামনে রেখে সোনা পাচারই ‘পারিবারিক পেশা’! হাতেনাতে গ্রেপ্তার বনগাঁর দম্পতি-সহ ৫]

এদিকে, ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ আন্দোলনের শুনানি রয়েছে। এর আগে গত ২১ মার্চ সুুপ্রিম কোর্টে (Supreme Court) ডিএ নিয়ে মামলা পিছিয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরেই তার শুনানি হচ্ছে। সেই নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও এপর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছিল। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে নতুন করে বেঞ্চ গঠন করা হয়েছিল।

কিন্তু বিচারপতি হৃষিকেশ রায়ও এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে ফের নতুন বেঞ্চ গঠন করতে হয়। এবারে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে বেঞ্চ গঠন হয়। সেই বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতিরা জানান এই মামলার শুনানি প্রক্রিয়া দীর্ঘ হবে। তাই নতুন করে ১১ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়।

[আরও পড়ুন: নতুন ছবির নায়ক চাই, শহরে শহরে ঘুরছেন পর্ন তারকা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement