Advertisement
Advertisement

দৌলতাবাদ বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ৪৩, মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধীরা

'যারা ভাঙচুর চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

Daulatabad Bus accident toll reaches 43, Mamata Banerjee slams oppn
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2018 4:19 pm
  • Updated:June 22, 2022 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৌলতাবাদের বাস দুর্ঘটনা নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দলীয় সভায় তিনি বলেন,  ‘চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। ইচ্ছাকৃতভাবে উদ্ধারকাজে বাধা দেওয়া হয়েছে। প্রায় ২ ঘণ্টা দমকলকে ঢুকতে দেওয়া হয়নি।’  তাঁর সংযোজন, ‘কারা তাণ্ডব চালাল? তারা কোন দলের লোক? খোঁজ নিন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, বুধবারও দৌলতাবাদের বিল থেকে আরও একজনের মৃতদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩। দিনভর স্পিডবোট নিয়ে চলছে উদ্ধারকাজ।

[ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে বন্ধুকে, ছবি হাতে চোখে জল খুদেদের]

Advertisement

সোমবার সকালে বাস দুর্ঘটনা কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল মুর্শিদাবাদে দৌলতাবাদ। ভোর সা়ড়ে ছয়টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় বালিরঘাট সেতু থেকে গোবরা বিলে পড়ে যায় একটি যাত্রীবাহী সরকারি বাস। নদিয়ার শিকারপুর থেকে মালদা যাচ্ছিল বাসটি। উদ্ধার কাজে দেরির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের চার-চারটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর চলে দমকলের গাড়িতে। পুলিশকে লক্ষ্য করেও ইঁটবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে, যে শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ। টিয়ার গ্যাস শেলও ফাটানো হয়।

Advertisement

[দৌলতাবাদের পরও হুঁশ ফেরেনি, কান্দির একাধিক জীর্ণ সেতু বাড়াচ্ছে উদ্বেগ]

এই ঘটনা নিয়ে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দলীয় বৈঠকে তিনি বলেন, চালকের ভুলে দৌলতাবাদে দুর্ঘটনা ঘটেছে। এরসঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। কিন্তু, বিরোধীরা রাজনীতি করছে। দৌলতাবাদে উদ্ধারকাজে ইচ্ছাকৃতভাবে উদ্ধারকাজে বাধা দেওয়া হয়েছে। প্রায় ২ ঘণ্টা দমকলকে দুর্ঘটনাস্থলে ঢুকতেই দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘কারা ভাঙচুর চালাল? তাঁরা কোন দলের লোক? খোঁজ নিন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে বুধবার দৌলতাবাদের গোবরা বিলে আরও একটি মৃতদেহের সন্ধান পেলেন উদ্ধারকারীরা। মৃতের নাম ঋষিকেশ শর্মা। তাঁর বাড়ি মুর্শিদাবাদেরই জলঙ্গীতে। এই নিয়ে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩। এদিন দিনভর স্পিটবোট নিয়ে বিলের জলের তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধারকাজে মৎস্যজীবীদের জালও ব্যবহার করা হচ্ছে। বিলের জলে কৃত্রিম টেউ তৈরি করে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

[চারু মার্কেটে ভ্রমণ সংস্থার আড়ালে রমরমিয়ে মধুচক্র, পুলিশের জালে মক্ষীরানি-সহ ৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ