Advertisement
Advertisement
Dilip Ghosh

Dilip Ghosh: ‘ভয় পেয়েছেন, উঠল বাই তো কটক যাই’, মুখ্যমন্ত্রীর ওড়িশা সফরকে খোঁচা দিলীপের

কোনও কারণ ছাড়াই কটক যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দাবি দিলীপ ঘোষের।

Dilip Ghosh slams Mamata Banerjee on visit to Cuttack | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 6, 2023 11:57 am
  • Updated:June 6, 2023 1:05 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় মুখ্যমন্ত্রীর কটক সফর। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কটাক্ষ, “উঠল বাই কটক যাই!” কোনও কারণ ছাড়াই না কি কটক যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। সেই ভয়ে সব গুলিয়ে ফেলছেন মমতা।

বালেশ্বরের মর্মান্তিক দুর্ঘটনায় কটক ও ভুবনেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন বাংলার অনেকে। বহু অজ্ঞাচত পরিচয় দেহ পড়ে রয়েছে সেখানে। আহতদের চিকিৎসার দেখভাল করতে ও অজ্ঞাত পরিচয়দের দেহ শনাক্ত করতে মঙ্গলবার কটক যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাতিল করেছেন দার্জিলিং সফর। সেই সফরকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “এ সবই ড্রামা। কটক কেন? দার্জিলিং গেলেন না কেন! জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন! ক্যায়া মতলাব হোতা হ্যায়!” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “কটক কেন যাচ্ছেন?”

Advertisement

[আরও পড়ুন: অভিযোগ স্বীকার করতে চাপ ইডির, কুন্তলের সুরই ‘কালীঘাটের কাকু’র গলায়]

এদিকে সোমবারই বিমাবন্দরে আটকানো হয় রুজিরা বন্দ্য়োপাধ্যায়কে। কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য় তাঁকে তলব করেছে ইডি। দিলীর ঘোষের দাবি, এই তলবেই ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাই সব গুলিয়ে ফেলছেন। বিজেপি নেতা বলছেন, “বউমার ডাক পড়েছে। এখন ঘর,সংসার সব জেলে হবে। সেই ভয়ে সব ঘেঁটে গিয়েছে। কী বলছেন ঠিক নেই, কোথায় যাচ্ছেন ঠিক নেই।” এরপরই তাঁর খোঁচা, “উঠল বাই কটক যাই!”

[আরও পড়ুন: ‘বিরাটের বিশ্বাস আর স্পিনারদের জন্য এগিয়ে ভারত’, ফাইনালে আসিফের বাজি টিম ইন্ডিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement