Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

মাসে তিনদিন জেলাভিত্তিক বৈঠক, পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে আরও জোর মমতার

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের রাশ নিজের হাতেই রাখতে চাইছেন মমতা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

District Party meeting will be held with Mamata Banerjee every month | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 17, 2023 5:51 pm
  • Updated:March 17, 2023 8:31 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে হারের পরই জেলা স্তরে আরও সংগঠিত হওয়ার চেষ্টায় তৃণমূল সরকার। যার জন্য জনসংযোগকেই হাতিয়ার করা হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগ বাড়াতে এবার তাই জেলায় জেলায় পৌঁছে যাবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথাই জানালেন লোকসভার সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি জানান, গোটা রাজ্যে ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি। গ্রহণযোগ্যতাও বেড়েছে। এবার তা আরও গভীরে নিয়ে যেতে হবে। তেমনই পরিকল্পনা করা হচ্ছে। জনসংযোগ বাড়াতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গত ১১ বছরের কর্মসূচি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবেন। তাঁদের সামনে তুলে ধরা হবে তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান। আগামী দু’মাস ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রচার করবেন বলেও জানান সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। 

Advertisement

[আরও পড়ুন: খুনে অভিযুক্তর দোকান উদ্বোধন, বাংলাদেশ পুলিশের জেরার মুখে পড়তে পারেন শাকিব!]

শুধু তাই নয়, সাগরদিঘির হার থেকে শিক্ষা নিয়ে এবার থেকে মাসে অন্তত তিনদিন দলীয় নেতাদের সঙ্গে জেলাভিত্তিক বৈঠকও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের রাশ নিজের হাতেই রাখতে চাইছেন মমতা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি জেলায় সভা করেছিলেন তিনি। বলেছিলেন, সব আসনেই লড়ছেন মমতা। তাঁকে দেখেই যেন ভোট দেন মানুষ। পঞ্চায়েত ভোটে সেই স্ট্র্যাটেজিরই পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

লোকসভার সংসদীয় দলনেতা আরও জানান, এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তেমন বিস্তারিত কথাবার্তা হয়নি। আগামী দিনে আরও আলোচনা হবে। পাশাপাশি লোকসভাতেও যে তৃণমূল নিজের শক্তিতেই লড়াই করবে সে কথাও স্পষ্ট করে দেন তিনি।

[আরও পড়ুন: রেলে চাকরির প্রলোভনে গয়া থেকে হাওড়ায় ৭ যুবক, লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেপ্তার দুই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ