Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কমেছে ব্যথা, শারীরিক অবস্থার উন্নতি, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন মুখ্যমন্ত্রী?

কী জানাল এসএসকেএম?

Doctor's pannel to discuss on CM Mamata Banerjee's release from SSKM |SangbadPratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 12, 2021 8:56 am
  • Updated:March 12, 2021 8:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।  এসএসকেএম সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সকালে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করে দেখেন, পায়ের ফোলা কিছুটা কমেছে। ঘাড়, কাঁধ, কবজির ব্যথারও খানিক নিরসন হয়েছে। সামগ্রিক পরীক্ষার ফলাফল দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে যে শুক্রবারই মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হবে কি না। আবার অনেকের মতে, এই সপ্তাহটা হয়ত হাসপাতালে পর্যবেক্ষণেই রাখা হবে মুখ্যমন্ত্রীকে। ভোটের মুখে আগামী সপ্তাহ থেকে ফের দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি।

বুধবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর সন্ধের দিকে বিরুলিয়ায় মন্দির দর্শনে গিয়ে জখম হন মুখ্যমন্ত্রী। মন্দিরের কাছে ভিড়ের চাপে বাঁ পায়ে ব্যাপক চোট লাগে তাঁর। তীব্র যন্ত্রণায় গাড়িতে কাহিল হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁকে তড়িঘড়ি গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে নিয়ে আসা হয় কলকাতায়। বুধবার রাতেই ভরতি করানো হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। ৬ সদস্যের মেডিক্যাল বোর্ড মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু করে।

Advertisement

[আরও পড়ুন: গাড়ি নেই, নেই স্থাবর সম্পত্তি, জানেন কত টাকার মালিক মুখ্যমন্ত্রী?]

বৃহস্পতিবার এসএসকেএম থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, মুখ্যমন্ত্রীর পায়ে মারাত্মক যন্ত্রণা। রক্তে কম সোডিয়ামের মাত্রাও। সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু রেডিওলজিক্যাল পরীক্ষানিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে ইতিমধ্যে মমতার ৮ রকমের রক্ত পরীক্ষা করা হয়েছে বলেও খবর।মমতার বাঁ পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ইতিমধ্যে প্লাস্টার করা হয়েছে। তবে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তাঁর পায়ে। তাই আরও কয়েকদিন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। মেডিক্যাল বুলেটিনে আরও জানানো হয় যে মুখ্যমন্ত্রীর মাথায় যন্ত্রণা রয়েছে। বুকেও ব্যথা রয়েছে তাঁর। তবে চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকেই ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী! টানা প্রচার জঙ্গলমহলে]

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা করে জানানো হয়েছে, ব্যথা, ফোলা সবই কিছুটা কমেছে তাঁর। তিনি নিজেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তবে কবে ছাড়া হবে, সেই সিদ্ধান্ত নিতে মেডিক্যাল বোর্ড আলোচনা করবে। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ৬ সদস্যের দল গঠিত হয়েছে। এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের। আজ দিনভর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন চিকিৎসকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ