Advertisement
Advertisement

Breaking News

শহরে কলেজে ভরতির জন্য টাকা নিতে গিয়ে ধৃত এক ছাত্র, উত্তরপাড়ায় গ্রেপ্তার ২

ভরতিতে তোলাবাজি রুখতে চলছে ধরপাকড়।

Donation for admission in College, 3 arrested in and around Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 7:47 pm
  • Updated:July 3, 2018 7:47 pm

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ও দিব্যেন্দু মজুমদার: কলেজে ভরতিতে দুর্নীতি ও তোলাবাজির রুখতে ধরপাকড় অব্যাহত। মঙ্গলবার দুপুরে এক পড়ুয়ার কাছ থেকে টাকা নিতে গিয়ে হাতনাতে ধরা পড়ল এক যুবক। সুরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। উত্তরপাড়ায় প্যারীমোহন কলেজেও টাকা নিয়ে ভরতির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[তোলাবাজি রুখতে এবার অনলাইনে কলেজে ভরতি, ঘোষণা পার্থর]

Advertisement

বিভিন্ন কলেজের ভরতির জন্য পড়ুয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। শহর হোক কিংবা শহরতলি, এমনকী জেলায়ও ছবিটা একই। বেশিরক্ষেত্রে অভিযুক্ত শাসকদলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাই। খোদ মুখ্যমন্ত্রী কড়া বার্তাতেও পরিস্থিতি বদল ঘটেনি। বরং যতদিন দিন যাচ্ছে, ততই যে ভরতিতে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগের বহর বাড়ছে। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছেছে, যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভরতি নিয়মই পালটে ফেলতে হয়েছে উচ্চ শিক্ষাদপ্তর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছে, কাউন্সেলিং, ভেরিফিকেশন, এমনকী, ভরতির জন্য কলেজের ডাকা যাবে না পড়ুয়াদের। ভরতি নিতে হবে অনলাইনে। কিন্তু, তাতেও কি কাজ হবে? বুধবার খাস কলকাতায়ই ভরতির জন্য টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ছাত্র।

Advertisement

ধৃতের নাম শেখ জসিমুদ্দিন। সুরেন্দ্রনাথ কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র সে। জসিমুদ্দিনের বাড়ি মুর্শিদাবাদে। কলকাতায় এপিসি রোডের কাছে মেসে থাকে। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে শিয়ালদহের জগৎ সিনেমার কাছে শ্রেয়সী পাত্র নামে এক ছাত্রীর কাছ থেকে তিন হাজার টাকা নিচ্ছিল জসিমুদ্দিন। ওই ছাত্রীকে সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী কিংবা সিটি কলেজে জুলজি অনার্সে নিয়ে ভরতির ব্যবস্থা করে দেওয়া আশ্বাস দিয়েছিল সুরেন্দ্র কলেজের ছাত্রটি। কিন্তু, শেষরক্ষা হল না। শেখ জসিমুদ্দিনকে হাতনাতে ধরে ফেলে পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভরতির নামে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে। টিএমসিপির সক্রিয় সদস্য তো বটেই, তিতান খোদ সংগঠনের সভানেত্রী জয়া দত্তেরও অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

একই ঘটনা ঘটেছে হুগলির উত্তরপাড়ায়ও। প্যারীমোহন কলেজে ভরতির বিনিময়ে টাকার নেওয়ার অভিযোগ। সঞ্জু সিং ও শুভ অধিকারী নামে দু’জনকে গ্রেপ্তার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, উত্তরপাড়ায় প্যারীমোহন কলেজেরই ছাত্র সঞ্জু। তার সঙ্গী শুভ বহিরাগত। দু’জন পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে ভরতির জন্য টাকা চায় তারা। যাঁদের কাছে টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ, তাঁরা আবার বিষয়টি প্যারীমোহন কলেজের ছাত্র সংসদ নেতাদের জানান। ছাত্র সংসদের তৎপরতায় ধরা পড়ে যায় সঞ্জু সিং ও শুভ অধিকারী। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের অভিযোগ, সঞ্জু ও শুভ আরএসএস কর্মী।

[দূষিত হচ্ছে উচ্চশিক্ষার বাতাবরণ, উদ্বেগ প্রকাশ বিদ্বজনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ