Advertisement
Advertisement

Breaking News

দূষণে রাশ টানতে শহরের পথে এবার ছুটবে ই-বাস

৮০টি ইলেকট্রিক চালিত বাস নামাচ্ছে পরিবহণ দপ্তর।

E-buses to ply on Kolkata roads soon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 7, 2018 5:09 pm
  • Updated:May 7, 2018 5:09 pm

সংবাদপ্রতিদিন ডিজিটাল ডেস্কঃ শহর কলকাতার পরিবেশে দূষণের মাত্রা প্রতিরোধে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল রাজ্যের পরিবহণ দপ্তর। বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ৮০টি নয়া ইলেকট্রিক চালিত বাস আনতে চলেছে পরিবহণ দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। আগামী মাস থেকে শহরের পথে চলানো হবে বাসগুলিকে। প্রথম ক্ষেত্রে নামানো হবে ৮০টি ই-বাস। ভাল কাজ করলে পরে বাড়ানো হবে বাসের সংখ্যা। এমনটাই জানা গিয়েছে পরিবহণ দপ্তর সূত্রে।

[ইছাপুর বন্দুক কারখানা থেকে অস্ত্র পাচার মাওবাদীদের, গ্রেপ্তার ৬]

Advertisement

শহর কলকাতায় নতুন হলেও যৌথ উদ্যোগে নিউটাউন এলাকায় অনেকদিন থেকেই এই ধরনের ই-বাস পরিষেবা শুরু করেছে হিডকো ও কোল ইন্ডিয়া। ভবিষ্যতে পরিবেশবান্ধব বাস চালানোর যে পরিকল্পনা রাজ্য সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছে, তারই প্রথম পদক্ষেপ হিসাবে এবার শহর কলকাতায় চালানো হবে এই বাসগুলিকে। বাসে থাকবে না কোনও টিকিট কন্ডাকটর। চালু করা হবে অটোমেটিক ফেয়ার কালেকশন সিস্টেম। কেবল পরিষেবা দিয়েই ক্ষান্ত থাকছে না পরিবহণ দপ্তর। তারা মাথায় রাখছে বাসের মধ্যে বিনোদনের বিষয়টিও। সেজন্য এই ই-বাস গুলিতে থাকবে অডিও সিস্টেম। এছাড়া বড় স্ত্রিনে প্রচার করা হবে সরকারের বিভিন্ন প্রকল্প।

Advertisement

[পথ দেখাল ভিক্টোরিয়া মেমোরিয়াল, বসল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন]

সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডাব্লুবিটিসির টার্মিনালস গুলিতে বসানো হচ্ছে ৩০টি ব্যাটারি চার্জার। বাসগুলির যে রুট দিয়ে যাবে সেখানে দ্রুত চার্জের জন্য বসানো হবে ১০টি টারবো চার্জার। বাসগুলির রুট এমনভাবে ভাগ করা হবে যাতে ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে একটি বাস তিনটে ট্রিপে কাজ করতে পারবে। এছাড়া সরকারের পরিকল্পনা রয়েছে, ই-বাসগুলির ছাদে সোলার প্যানেল বসানোর। যাতে চলমান অবস্থায় চার্জ দেওয়া যায় ব্যাটারিতে। জানা গিয়েছে, সাধারণ বাসের তুলনায় এই ইলেকট্রিক চালিত বাস কিনতে সরকারকে বেশি টাকা খরচ করতে হলেও, রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক কম।

[রাতের শহরে চলন্ত ট্যাক্সি থেকে অ্যাসিড হামলা, জখম ছয়]

হিসেব বলছে, প্রত্যহ প্রায় ২০ লক্ষ যানবাহন চলাচল করে শহরে। যাদের মধ্যে প্রায় অর্ধেক ডিজেলচালিত এবং ২ লক্ষ যান ব্যবহার হয় কমার্শিয়াল ক্ষেত্রে। রাজ্য পরিবহণ দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক আশা প্রকাশ করেছেন, খবর শীঘ্রই গোটা রাজ্যেই ডিজেলমুক্ত যান চলাচল করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ