Advertisement
Advertisement
Bank

এসির তামার তার লুটে বিকল সার্ভার রুম, এটিএমের বাতানুকূল ব্যবস্থাও, পুলিশের দ্বারস্থ ব্যাঙ্ক

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ।

East Kolkata bank approached by police over AC copper wire theft
Published by: Kishore Ghosh
  • Posted:June 16, 2025 12:29 am
  • Updated:June 16, 2025 12:29 am  

অর্ণব আইচ: ব‌্যাঙ্কে ‘লুট’। সিন্দুক ভেঙে নগদ বা সোনা নয়, বাতানুকুল যন্ত্রের তামার পাইপ। আর তাতেই বিকল হয়ে গিয়েছে পুরো ব‌্যাঙ্কের বাতানুকূল ব‌্যবস্থা। এমনকী ব‌্যাঙ্কটির সার্ভার রুম ও এটিএম যন্ত্রেও পড়ছে তার প্রভাব। এই বিষয়ে পূর্ব কলকাতার সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে ব‌্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার বেসরকারি ব‌্যাঙ্কের সার্ভে পার্ক শাখার কর্মীরা ব‌্যাঙ্ক খোলার পর বাতানুকূল যন্ত্র চালু করতে গিয়েই থমকে যান। সব বাতানুকূল যন্ত্রই অকেজো। এমনকী যে সার্ভার রুমের যন্ত্র ২৪ ঘণ্টার জন‌্য ঠান্ডায় রাখতে হয়, অকেজো হয়ে গিয়েছে তারও এসি। ব‌্যাঙ্ক লাগোয়া এটিএমের এসিও কোনও কাজ করছে না। ব‌্যাঙ্কের আধিকারিকরা আসার পর এই ব‌্যাপারে খোঁজখবর শুরু হয়। ব‌্যাঙ্কের কর্মীরা দেখেন, এসি-র যে তামার পাইপ রয়েছে, সেগুলি উধাও। তার কারণ জানতে সিসিটিভি চালু করেন ব‌্যাঙ্কের আধিকারিকরা। তাতেই দেখা যায় যে, রাত তিনটের পরই ব‌্যাঙ্ক চত্বরে প্রবেশ করেছে কয়েকজন দুষ্কৃতী। ফুটেজে স্পষ্টই বোঝা যায় যে, ওই দুষ্কৃতীদের টার্গেট ছিল না ব‌্যাঙ্কের ভিতরের অংশ তথা সিন্দুকের নগদ বা সোনা। তারা ব‌্যাঙ্কের পিছন দিকে যায়। একের পর এক এসির আউটডোর ইউনিট থেকে কাটতে শুরু করে তামার পাইপ। মোট আটটি এসি থেকে তারা মূল‌্যবান ওই পাইপ সুকৌশলে কেটে নেয়। তার ফলে ব‌্যাঙ্কের যে অংশটিতে এসি চালু ছিল, সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়।

এই ব‌্যাপারে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। ওই সিসিটিভির ফুটেজও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখেন। অন্ধকারেও কয়েকজনের অবয়ব সামনে এসেছে। পুলিশের মতে, সাধারণত যারা এসির পাইপের মতো বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে বিক্রি করে, এরা সেই গ‌্যাংয়ের। একসঙ্গে সার্ভে পার্ক ও তার আশপাশে পঞ্চসায়র, পাটুলি, গড়িয়ার পুরনো এসির দোকানে কেউ তামার পাইপ বিক্রি করেছে কি না, সেই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে সিসিটিভির ফুটেজের মাধ‌্যমেও লুটেরাদের শনাক্তকরণের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement