Advertisement
Advertisement

Breaking News

Jyotipriya Mallick

‘কিং না হলেও কিং মেকার’, জ্যোতিপ্রিয়র জামিন আটকাতে ইডির হাতিয়ার প্রভাবশালী তত্ত্ব

ইডির বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার শুনানি ছিল। জামিনের আবেদনের বিরোধিতা করে ইডির দাবি, রেশন দুর্নীতি মামলায় 'কিংপিন' জ্যোতিপ্রিয়। এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তারাই ওঁর বিরুদ্ধে অভিযোগ করেছে।

ED opposes Jyotipriya Mallick's bail in Ration Scam

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:December 11, 2024 6:02 pm
  • Updated:December 11, 2024 6:32 pm  

অর্ণব আইচ: জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে ফের ইডির হাতিয়ার প্রভাবশালী তত্ত্ব। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে রেশন দুর্নীতির ‘কিংপিন’ বলে দাবি করল ইডি। তাঁদের দাবি, জ্যোতিপ্রিয় এখনও যথেষ্ট প্রভাবশালী। জামিন পেলে পুরো মামলা প্রভাবিত করতে পারেন। পালটা আদালতের প্রশ্ন, মন্ত্রী পদে না থেকেও এত প্রভাব খাটাবেন কীভাবে? পালটা ইডির দাবি, উনি রাজা না হলেও রাজা তৈরির মতোই ক্ষমতাবান।

বুধবার ইডির বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার শুনানি ছিল। জামিনের আবেদনের বিরোধিতা করে ইডির দাবি, রেশন দুর্নীতি মামলায় ‘কিংপিন’ জ্যোতিপ্রিয়। এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তারাই ওঁর বিরুদ্ধে অভিযোগ করেছে। তদন্তকারী সংস্থার আইনজীবীর কথায়, রাজনৈতিকভাবে ক্ষমতাবান জ্যোতিপ্রিয়। জামিন পেলে মামলাকে প্রভাবিত করতে পারেন প্রাক্তন মন্ত্রী।

Advertisement

ইডির সওয়াল শোনার পর বিচারকের প্রশ্ন, উনি তো এখন মন্ত্রী পদে নেই তাহলে কী করে এতো প্রভাব খাটাবেন? জবাবে তদন্তকারী সংস্থার দাবি, “কেউ কিং হন, কেউ কিং মেকার। এমনও কেস রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে স্যাংশন দেওয়া হচ্ছে না। কিং মেকাররা এত শক্তিশালী! উনি (জ্যোতিপ্রিয় মল্লিক) জামিন পেলে পুরো কেস প্রভাবিত হবে।” শেষপর্যন্ত এদিন জামিন পাননি জ্যোতিপ্রিয়। 

দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছিল।  ইতিমধ্যে তাঁরা জামিনও পেয়ে গিয়েছেন। শুধুমাত্র জ্যোতিপ্রিয় এখনও জেলবন্দি। এদিনও তাঁর জামিন হল না। মামলার পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর। সেদিনই স্পষ্ট হবে বছর শেষের আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলমুক্ত হবেন কি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement