Advertisement
Advertisement

নারদ কাণ্ডে ম্যাথুকে ১৮ মে তলব ইডির

এবার দেখার ইডির ডাকে দিল্লির এই সাংবাদিক কলকাতায় আসেন কি না?

ED summons Narada CEO Mathew Samuel on May 18
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 11, 2017 11:24 am
  • Updated:May 11, 2017 11:24 am

স্টাফ রিপোর্টার: নারদ মামলায় ম্যাথু স্যামুয়েলকে তলব করল ইডি৷ ১৮ মে কলকাতায় ইডির দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে৷ নারদ কাণ্ডে স্টিং অপারেশন চালিয়েছিলেন এই ম্যাথু স্যামুয়েলই৷ এর আগে তদন্তে নেমে কলকাতা পুলিশ একাধিকবার ম্যাথুকে তলব করেছিল৷ কিন্তু তিনি আসেননি৷ কখনও আদালতের দ্বারস্থ হয়েছেন, আবার কখনও অসুস্থ বলে এড়িয়ে গিয়েছেন কলকাতা সফর থেকে৷ এবার দেখার ইডির ডাকে দিল্লির এই সাংবাদিক কলকাতায় আসেন কি না? ম্যাথু যে টাকা স্টিং অপারেশনে ব্যবহার করেছিলেন, তা কোথা থেকে পেয়েছিলেন কে তা জুগিয়েছিল, তা জানতে চায় ইডি৷ তাই তদন্তের শুরুতে ম্যাথুকে জেরা করবেন ইডি অফিসাররা৷

[সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুরুচিকর আক্রমণের নিন্দায় মুখ্যমন্ত্রী]

অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত সাংসদ-মন্ত্রীদের পাশাপাশি নারদের সিইও ম্যাথু স্যামুয়েলকেও জেরা করবে বলে জানিয়েছিল সিবিআই৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানাচ্ছে, যে কোনও দুর্নীতির তদন্তে উভয়পক্ষকে জেরা করা হয়৷ কারণ কোন উদ্দেশ্যে এবং কার স্বার্থ চরিতার্থ করতে এই স্টিং অপারেশন হয়েছিল তা খতিয়ে দেখাই নিয়ম৷ যদিও ইতিমধ্যে সিবিআইয়ের পাঠানো ১২টি প্রশ্নের উত্তর ই-মেলে পাঠিয়ে দিয়েছেন স্যামুয়েল৷

Advertisement

[সনিকা-কাণ্ডে নয়া তথ্য, সিটবেল্ট বাঁধা না থাকায় খোলেনি এয়ারব্যাগ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ