৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘মাধ্যমিকের ইংরাজি প্রশ্নপত্র ফাঁস আসলে অন্তর্ঘাত, কলকাঠি নেড়েছেন সুকান্তই’, দাবি ব্রাত্যর

Published by: Sayani Sen |    Posted: February 25, 2023 10:29 am|    Updated: February 25, 2023 10:35 am

Education Minister Bratya Basu slams BJP State President Sukanta Majumdar on Madhyamik English question paper leak issue । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিকে ইংরাজি প্রশ্নপত্র ফাঁস বিতর্ক তুঙ্গে। চলছে জোর রাজনৈতিক তরজা। মাধ্যমিকের প্রশ্নফাঁসের নেপথ্যে অন্তর্ঘাত রয়েছে বলেই দাবি মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের। পর্ষদের দাবিতে সহমত পোষণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্তর্ঘাতের ঘটনায় আবার তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

শুক্রবার দুপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি টুইট করেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “আজ মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।” সুকান্তর আরও দাবি, মালদহে মূলত মাধ্যমিকের প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। ১২টা ৪৮ মিনিট নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রটি পেয়েছেন বলেই খবর। সুকান্তর অভিযোগ, মালদহের তৃণমূল শিক্ষা সেলের এক নেতা এই প্রশ্ন ফাঁস করেছেন। তবে নাম উল্লেখ করতে চাননি তিনি। মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে তদন্তের দাবিও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

[আরও পড়ুন: শুভাপ্রসন্নকে তীব্র কটাক্ষ, ‘জলপানি’ কবিতা লিখলেন কবি বীথি চট্টোপাধ্যায়]

সুকান্তর এই টুইটকে কেন্দ্র করে শুরু হয় জোর রাজনৈতিক তরজা। প্রশ্নফাঁসের নেপথ্যে অন্তর্ঘাতের অভিযোগ করেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একই দাবি করেন। তিনি আরও জানান, সুকান্ত মজুমদারি দাবি করেছেন প্রশ্নফাঁস হয়েছে মালদহ থেকে। মালদহ জেলার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকান্ত। আবার বালুরঘাট সুকান্তর এলাকা। মালদহ জেলা তার সংলগ্ন। সুতরাং অন্তর্ঘাতের নেপথ্যে সুকান্ত মজুমদারের দিকেই আঙুল তুলেছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও আশ্বাস শিক্ষামন্ত্রীর।

[আরও পড়ুন: মিস্ত্রির সূত্রে টলিউডে অভিনয়ের সুযোগ, হৈমন্তী রহস্যে নয়া চমক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে