Advertisement
Advertisement

শহরের বুকে রঙিন স্বপ্নের এক ফেরিওয়ালার গল্প

তিলোত্তমার শেষ গ্যাস বেলুন বিক্রেতাদের মধ্যে অন্যতম এক্রামুলের ঠোঁটে ফিরে ফিরে আসে মুকেশের সেই গান, “জিনা ইয়াহ, মরনা ইয়াহ...”৷

Ekramul Haque, one of the last remaining gas-balloonwallas in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 9:33 pm
  • Updated:September 3, 2016 9:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত শহর৷ আসা-যাওয়ার মাঝে হারিয়ে যায় সবই৷ ছোট-ছোট স্বপ্ন, ছোট ছোট আশা-নিরাশা, পাওয়া-না পাওয়া আরও কত কিছু৷ ইট-কাঠ-পাথরের এই শহরেই বাস স্বপ্নের এক ফেরিওয়ালার৷ এক্রামুল হক৷ তিলোত্তমার শেষ গ্যাস বেলুন বিক্রেতাদের মধ্যে অন্যতম৷

প্রথম কবে নানা রঙের এই স্বপ্নগুলি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন, আজ খেয়াল নেই এক্রামুলের৷ তাও তিন দশকের বেশিই তো হবেই৷ আগে বসতেন ভিক্টোরিয়া চত্বরে৷ এখন ঠিকানা পার্ক সার্কাস৷ রোজ বিকেল পাঁচটায় এখানেই দেখা মেলে এক্রামুলের৷ বিক্রিবাট্টা যেমনই হোক মুখে হাসি তাঁর লেগেই থাকে৷ ঠোঁটে ফিরে ফিরে আসে মুকেশের সেই গান, “জিনা ইয়াহ, মরনা ইয়াহ…”৷

Advertisement

হিলিয়াম, হাইড্রোজেন থেকে সিএনজি৷ সময়ের সঙ্গে সঙ্গে বার বার পরিবর্তিত হয়েছে গ্যাস বেলুনের রূপ৷ চাহিদা যত কমেছে, ততই বেড়েছে দাম৷ ১০ পয়সা থেকে গ্যাস বেলুনের বিক্রি শুরু করেছিলেন এক্রামূল, আজ সেই বেলুনের দাম হয়েছে ২০ টাকা৷ তবে, দামের থেকেও বেশি দামী তাঁর কাছে সেই হাসি, যা এই লাল-নীল-সবুজ বেলুনগুলির মাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট-বড় মুখগুলিতে৷

একেক দিন রাত এগারোটার মধ্যেই স্টক শেষ হয়ে যায়, আবার এমনও দিন যায় একটি বেলুনও বিক্রি হয় না৷ একই সঙ্গে যারা গ্যাসবেলুনের ফেরি শুরু করেছিলেন, সবাই অর্থের প্রয়োজনে পেশা ছেড়ে দিয়েছেন৷ অফার তিনিও পেয়েছিলেন৷ কিন্তু, রঙবেরঙের স্বপ্ন বেচার নেশায় ছেড়ে যেতে পারেননি প্রিয় তিলোত্তমাকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement