Advertisement
Advertisement

ফের মেট্রো স্টেশনে বিপত্তি, এসকালেটর চলল উল্টোদিকে

আতঙ্কিত নিত্যযাত্রীরা৷

Escalator malfunction sparks chaos at Kavi Subhash metro station
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2017 11:43 am
  • Updated:June 6, 2017 11:43 am

স্টাফ রিপোর্টার: ফের এসকালেটর বিপত্তি মেট্রো স্টেশনে৷ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ নিউ গড়িয়া স্টেশনের একটি এসকালেটর উপর দিকে না উঠে হঠাৎই নিচের দিকে নামতে শুরু করে৷ অফিস টাইমে এই ঘটনা ঘটায় একাধিক যাত্রী আহত হন৷ আহতদের অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ কয়েকজনকে হাসপাতালেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় স্টেশন চত্বরে৷

[বীরভূমে বিস্ফোরক বোঝাই জোড়া ট্রাক আটক, সন্দেহে মাওবাদী যোগ]

Advertisement

মেট্রো কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে তিন জন আহত হয়েছেন এই ঘটনায়৷ একে অপরের উপর পড়ে যাওয়াতেই যাত্রীরা আহত হন৷ এই ঘটনার পরই মেট্রো কর্তৃপক্ষ এসকালেটরটি বন্ধ করে দেয়৷ মেট্রোর তরফ থেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে৷ জানানো হয়েছে, এসকালেটরের দেখভালের দায়িত্ব এক বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া রয়েছে৷ তারপরও কেমন করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে৷

Advertisement

[হিন্দুকে বিয়ে, অন্তঃসত্ত্বা মুসলিম যুবতীকে পুড়িয়ে মারল পরিবার]

প্রসঙ্গত, বছর দেড়েক আগে চাঁদনি চক মেট্রো স্টেশনেও এমন দুর্ঘটনা ঘটেছিল৷ সেই দুর্ঘটনাতেও অনেকে আহত হয়েছিলেন৷ মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এমনটা হওয়া উচিত ছিল না৷ কোথায় গলদ ছিল তা খুঁজে বের করা হবে৷ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷

[সনিকার মৃত্যু তদন্ত নিয়ে অসন্তোষ, কমিশনারের দ্বারস্থ পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ