Advertisement
Advertisement

Breaking News

একই দিনে জোড়া ধাক্কা তৃণমূলে, শোভনের সঙ্গে বিজেপির পথে সব্যসাচীও!

জোর জল্পনা রাজনৈতিক মহলে৷

EX Bidhannagar Meyor Sabyasachi Dutta likely to join BJP today
Published by: Tanujit Das
  • Posted:August 14, 2019 3:18 pm
  • Updated:August 15, 2019 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ই নয়৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তাঁদের সঙ্গে আজই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত৷ বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপির সদর দপ্তরে যোগদান করবেন তাঁরা৷

[ আরও পড়ুন: জলপথে ঢুকতে পারে ‘সমুন্দরি জেহাদি’রা, হাই অ্যালার্ট দেশজুড়ে ]

জানা গিয়েছে, এই দুই নেতাকে দলে যোগদান করাতে মুরলীধর সেন লেনের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, অনেক দিন ধরেই তাঁদের যোগদান নিয়ে কথাবার্তা চলছিল৷ যদি বুধবার সত্যি তাঁরা যোগ দেন, তবে তাঁদের স্বাগত জানান হবে৷ তবে এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘‘স্বাধীন দেশে যে কেউ, যেখানে খুশি যোগ দিতে পারেন৷ এই বিষয়ে আমি কিছু বলব না৷’’

Advertisement

[ আরও পড়ুন: রাজনৈতিক মামলায় আশানুরূপ তৎপরতা দেখাতে পারে না সিবিআই, মন্তব্য প্রধান বিচারপতির ]

Advertisement

লোকসভা নির্বাচনের সময় থেকেই তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠেছিলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত৷ কখনও আলটপকা বা কখনও দলবিরোধী মন্তব্য করে তৃণমূলকে চাপে ফেলছিলেন তিনি৷ এর মধ্যে একাধিকবার বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গেও প্রকাশ্যে সাক্ষাৎ করেন তিনি৷ তখন থেকেই তাঁর বিজেপিতে যোগদানের চর্চা শুরু হয়৷ অবশেষ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করে শাসকদল৷ মাঠে নামেন খোদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিধাননগরের কাউন্সিলরা৷ এবং সেই অনাস্থাকে চ্যালেঞ্জ করে হাই কোর্ট যান সব্যসাচী৷ জিতেও আসেন৷ তবে আশ্চর্যজনক ভাবে সঙ্গে সঙ্গে ইস্তফা দেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ