Advertisement
Advertisement
Sourav Ganguly

আচমকাই নবান্নে সৌরভ, ৪৫ মিনিট কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে, আলোচনা শালবনির জমি নিয়ে!

কেন আচমকা নবান্নে গেলেন সৌরভ, তা জানা যায়নি।

Ex skipper Sourav Ganguly met Mamata Banerjee at Nabanna
Published by: Anwesha Adhikary
  • Posted:February 11, 2025 6:34 pm
  • Updated:February 11, 2025 7:40 pm  

নব্যেন্দু হাজরা: আচমকাই নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে প্রায় ৪৫ মিনিট তিনি ছিলেন রাজ্য প্রশাসনের সচিবালয়ে। জানা গিয়েছে, এই সময়টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। যদিও কেন আচমকা নবান্নে গেলেন সৌরভ, তা জানা যায়নি। কী নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে, সেই তথ্যও অজানা। 

দিনকয়েক আগে শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। গত বছর এই সম্মেলনের প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। একদিকে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, অন‌্যদিকে রাজ্যের প্রধান শিল্পকর্তাদের নিয়ে এই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে মমতার পাশের আসনেই ছিলেন সৌরভ। সেখানেই প্রাক্তন ক্রিকেটার জানিয়েছিলেন, তৃতীয় ইস্পাত কারখানা শীঘ্রই সামনে আসবে।

Advertisement

বিজিবিএসের মঞ্চেও হাজির ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করছেন, যাতে বাংলাও এগিয়ে যায়। ‘আমি ব্যবসা বিশেষ বুঝি না। তবে গত এক বছর ধরে এই রাজ্যে বিনিয়োগ করার অভিজ্ঞতা থেকে বুঝেছি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই নয় ওঁর দপ্তর থেকেও খুব সাহায্য ও সমর্থন পেয়েছি। এই রাজ্য আরও বিনিয়োগ টানবে বলেই আমার আশা।”

বাণিজ্য সম্মেলনের পরেই মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ। জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি নবান্নে পৌঁছন। ৪৫ মিনিট কাটিয়ে সন্ধে সোয়া ছটা নাগাদ নবান্ন থেকে বেরন তিনি। জানা গিয়েছে, ১ টাকা নয়। ১০০ কোটি টাকা দিয়ে শালবনিতে ৩৫০ একর জমি কিনেছেন সৌরভ। তিনি বলেন, সরকারি টেন্ডারের মাধ্যমে জমি কেনা হয়েছে। এই জমি আগে প্রয়াগের কাছে ছিল। প্রয়াগের এই জমি ২০ লাখ একর হিসাবে কিনেছেন সৌরভ। অর্থাৎ মোট ১০০ কোটি টাকা। কিন্তু এই জমি নিয়ে জটিলতা তৈরি হয়। যেখানে প্রয়াগ গ্রুপ আদালতে দাবি করে এই জমির বর্তমান মূল্য ২৭০০ কোটি টাকা! এই ইস্যুতে পরবর্তী ১৩ ফেব্রুয়ারি শুনানি। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন সৌরভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement