Advertisement
Advertisement

Breaking News

শ্লীলতাহানির অভিযোগ তুলে ছিনতাই করল নকল ‘পুলিশ’

রবিবার রাতেই দক্ষিণ কলকাতার রাণীকুঠি এলাকায় এই ঘটনাটি ঘটে৷ এই বিষয়ে নেতাজিনগর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে৷

Fake police snached money from youth
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 12:08 pm
  • Updated:July 19, 2016 12:08 pm

স্টাফ রিপোর্টার: “তোরা শ্লীলতাহানি করে পালিয়ে বেড়াচ্ছিস৷ এবার তোদের ধরে নিয়ে যাব৷” কথাটা শুনেই হকচকিয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিকের তিন ছাত্র৷ তারা যতই বলে কিছু জানে না, ততই তাদের উপর হম্বিতম্বি চালাতে থাকে দুই ‘পুলিশ’৷ শেষে ওই তিন ছাত্রকে ভয় দেখিয়ে ও মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ও রূপোর গয়না লুঠ করে পালাল দুই ব্যক্তি৷ রবিবার রাতেই দক্ষিণ কলকাতার রাণীকুঠি এলাকায় এই ঘটনাটি ঘটে৷ এই বিষয়ে নেতাজিনগর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে৷
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যার পর রাণীপুঠি এলাকার রাণীদীঘির কাছে তিন উচ্চমাধ্যমিকের ছাত্র বসে গল্প করছিল৷ রিজেন্ট পার্ক এলাকার অশ্বিনীনগরের বাসিন্দা অয়নীশ নামে এক ছাত্রের অভিযোগ, সে তার দুই বন্ধু সুজয় ও অভিরূপের সঙ্গে বসে গল্প করছিল৷ হঠাৎই দুই ব্যক্তি এসে তাদের উপর চেঁচামেচি শুরু করে৷ তাদের একজন নিজেকে পুলিশ বলে পরিচয়ও দেয়৷ তারা বলে, ওই তিনজন এক তরুণীকে শ্লীলতাহানি করে পালিয়ে বেড়াচ্ছে৷ তাদের সন্ধান চালানো হচ্ছে৷ তাদের ধরাও হবে৷ এই কথা শুনে তারা ঘাবড়ে যায়৷ তারা জানায়, এই ধরনের কোনও কাজই তারা করেনি৷ তারা কিছুই জানে না৷ এর মধ্যেই দু’জন ওই তিন ছাত্রকে ভয় দেখাতে শুরু করে৷ তাদের ব্যাগ ধরে টানাটানি করতে শুরু করে৷ ওই ছাত্ররা প্রতিবাদ করে ওঠে৷ পুলিশের অভিযোগ, ওই দুই ব্যক্তি মিলে তাদের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার মোবাইল ও রূপোর গয়না লুঠ করে পালায়৷ ভয় পেয়ে ওই ছাত্ররা বাড়িতে বিষয়টি জানায়৷ এই বিষয়ে নেতাজিনগর থানায় অভিযোগ হয়৷ কোনও সিসিটিভিতে ওই দুই দুষ্কৃতীর ছবি উঠেছে কি না, পুলিশ তা দেখছে৷ অভিযোগকারী ছাত্রদের কাছ থেকে দুষ্কৃতীদের বিবরণ শুনে তাদের পোর্ট্রেট পার্লে তৈরি করছেন পুলিশ শিল্পীরা৷ সেই সূত্র ধরেই দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ